মঙ্গলবার দোহায় এশিয়ান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সাহসী ফুটবল উপরহার দিল স্টিমাচের ছেলেরা৷ সুনীল ছেত্রীকে ছাড়াই ফিফা ব়্যাঙ্কিংয়ে ৬২ নম্বরে থাকা কাতারের বিরুদ্ধে ড্র (০-০) করল ১০৩ নম্বরে থাকা ভারত
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে কাতারের বিরুদ্ধে ভারতের দুরন্ত ফুটবলে অত্যন্ত খুশি ভারত অধিনায়ক সুনীল ছেত্রী৷ চোটের কারণে মঙ্গলবার মাঠে নামতে পারেননি সুনীল। কিন্তু সতীর্থদের অবিশ্বাস্য লড়াই দেখে মুগ্ধ ভারত অধিনায়ক। ম্যাচ গোলশূন্য শেষ হওয়ার পরেই সুনীল টুইট করেন, ‘প্রিয় ভারতবাসী এটাই আমার দল৷ আর এরাই হল আমার সতীর্থ। এই মুহূর্তে আমি যে কতটা গর্বিত, তা ভাষায় বলে বোঝাতে পারব না।’
বিশ্বকাপের কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে ঘরের মাঠে ওমানের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ২-১ গোলে হার হজম করতে হয়েছিল সুনীল ছেত্রীদের। কিন্তু মঙ্গলবার দোহায় এশিয়ান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সাহসী ফুটবল উপরহার দিল স্টিমাচের ছেলেরা৷ সুনীল ছেত্রীকে ছাড়াই ফিফা ব়্যাঙ্কিংয়ে ৬২ নম্বরে থাকা কাতারের বিরুদ্ধে ড্র (০-০) করল ১০৩ নম্বরে থাকা ভারত৷ এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে দস্তানা হাতে ‘মেন ইন ব্লু’-র পরিত্রাতা হয়ে ওঠেন গুরপ্রীত সিং সাঁধু৷
দোহায় ভারত-কাতার ম্যাচ শুরুর ঘণ্টা পাঁচেক আগে ছেত্রীদের উদ্যেশে টুইট করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি৷ টুইট বিরাট লেখেন, ‘চলো ব্লু টাইগার্স। ভারতীয় দলের জন্য রইল শুভেচ্ছা।’ দোহার জাসিম বিন হামাদ স্টেডিয়ামে এশিয়া চ্যাম্পিয়ন কাতারকে রুখে দিয়ে গুরপ্রীত সিংহ সাঁধুরা যেন বার্তা দিয়ে রাখলেন৷
ক্যাপ্টেন সুনীলকে বাইরে রেখেই দল সাজিয়েছিলেন ভারতীয় দলের ক্রোয়েশিয়ান কোচ৷ ছেত্রীর অনুপস্থিতিতে সন্দেশ ঝিনগান ভারতীয় দলকে নেতৃত্ব দেন৷ গ্রুরপ্রীতের দুরন্ত সেভ এবং ঝিনগান, আদিল খান ও উদান্ত সিং এদিন দুর্দান্ত ফুটবল খেলেন কাতারবাসীর হৃদয় জয় করেন৷ শেষ মুহূর্তে উদান্ত সহজ সুযোগ মিস না-করলে দোহা থেকে হাসি মুখে ফিরত ভারত৷