ভিক্টোরিয়া হাউসের সামনে ৮৫ গ্রেফতার, গুরুতর আহত ৫, বিশদ রিপোর্ট চাইলেন অমিত শাহ

< 1 - মিনিট |

বিদ্যুতের মাসুল কমানোর দাবিতে বিজেপি যুব মোর্চার সিইএসসি ভবন অভিযানে ধুন্ধুমার কাণ্ড। আন্দোলনকারী ও পুলিশের মধ্যে প্রবল ধস্তাধস্তি চলে। শুরু হয় ইটবৃষ্টি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামানের ব্যবহার করে পুলিশ

কে আর সি টাইমস ডেস্ক

সিইএসসি-র সদর দফতর ভিক্টোরিয়া হাউসের সামনের বুধবারের ঘটনা সম্পর্কে বিশদ রিপোর্ট চাইলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বিজেপি-র তরফে জানানো হয়েছে, এদিন ওই ঘটনায় তাঁদের ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বিশুদ্ধানন্দ সরস্বতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিজেপি সূত্রের খবর, দিল্লীতে দলের সদর কার্যালয়ে এদিন রাজ্য বিজেপি নেতৃত্বকে নিয়ে অমিত শাহের জরুরী বৈঠক চলছিল। সেই সময় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁকে কলকাতায় বিজেপি যুব মোর্চার সিইএসসি অভিযানের ঘটনা জানান। মাঝপথে তাঁরা বৈঠক থামিয়ে কনফারেন্স রুমের টিভি চ্যানেলগুলির সম্প্রচার দেখতে শুরু করেন। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিতে বলেন অমিত শাহ।

উল্লেখ করা যেতে পারে, লাগামছাড়া বিদ্যুতের বিল। বিদ্যুতের মাসুল কমানোর দাবিতে বিজেপি যুব মোর্চার সিইএসসি ভবন অভিযানে ধুন্ধুমার কাণ্ড। আন্দোলনকারী ও পুলিশের মধ্যে প্রবল ধস্তাধস্তি চলে। শুরু হয় ইটবৃষ্টি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামানের ব্যবহার করে পুলিশ। কাঁদানে গ্যাসেরও ব্যবহার করতে হয়। ইটের আঘাতে বেশ কয়েকজন বিজেপি কর্মীর মাথা ফাটে। জখম হন পুলিকর্মীরাও। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা। গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু ও দেবজিত সরকারকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news