লেহ এবং কার্গিল স্বাভাবিক। কোনও রকমের নিষেধাজ্ঞা সেখানে নেই। ৯০ শতাংশের বেশি জায়গায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ১০০ শতাংশ টেলিফোন এক্সচেঞ্জ স্বাভাবিক কাজ করছে
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জম্মু ও কাশ্মীর। স্বাভাবিক পরিস্থিতির অনেক কাছাকাছি চলে গিয়েছে উপত্যকা। বুধবার এমনই জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি দিলবাগ সিং। এদিন শ্রীনগরে সাংবাদিক সম্মেলনে দিলবাগ সিং জানিয়েছেন, স্বাভাবিক পরিস্থিতির খুব কাছাকাছি পৌঁছিয়ে গিয়েছে জম্মু ও কাশ্মীর। গোটা অঞ্চলকে ধরলে জম্মুর ১০টি জেলাই পুরোপুরি স্বাভাবিক। স্কুল, কলেজ এবং অফিসগুলি খোলা রয়েছে।
লেহ এবং কার্গিল স্বাভাবিক। কোনও রকমের নিষেধাজ্ঞা সেখানে নেই। ৯০ শতাংশের বেশি জায়গায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ১০০ শতাংশ টেলিফোন এক্সচেঞ্জ স্বাভাবিক কাজ করছে। রাজ্যের দুইটি জেলায় মোবাইল ফোন পরিষেবা চালু করা হয়েছে। সোপোরে এনকাউন্টার প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, ‘সোপোরে বহু সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছিল লস্কর জঙ্গি আসিফ|
এক মাসেরও বেশি সময় ধরে সক্রিয় ছিল আসিফ| ওভার গ্রাউন্ড ওয়ার্কাদের দ্বারা পোস্টার ছাপিয়ে সাধারণ নাগরিকদের হুমকি দেওয়ার কাজ করেছিল আসিফ|’ ডিজিপি আরও জানিয়েছেন, ‘বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, বুধবার সকালে নাকা তল্লাশি চালানো হয়| পালিয়ে যাওয়ার সময় আসিফকে থামতে বলা হয়েছিল, কিন্তু থামা তো দূরের কথা সুরক্ষা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে সে গ্রেনেড নিক্ষেপ করে| তখনই দু’জন পুলিশ কর্মী আহত হয়েছেন, তাঁরা এখন বিপদমুক্ত|’