কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্র ইউনিয়ন নির্বাচনে দুর্দান্ত বিজয়ের জন্য এবিভিপির সকল কর্মীকে অভিনন্দন জানিয়েছেন
ফের গেরুয়া ঝড় দিল্লি বিশ্ববিদ্যালয়ে। ছাত্র সংসদ নির্বাচনের ফল প্রকাশিত হল শুক্রবার এবং তিনটি আসনেই জয়ী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সভাপতি, সহ-সভাপতি এবং যুগ্ম-সচিব পদে জয়ী হয়েছে এবিভিপি। একটি আসনে সচিব পদে জয়ী হয়েছে এনএসইউআই (ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া)।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ছাত্র সংগঠন এবিভিপির এই জয়ে উচ্ছ্বসিত হয়ে অভিনন্দন জানিয়েছেন অমিত শাহ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এবিভিপির সদস্যদের অভিনন্দন জানিয়ে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “ছাত্র ইউনিয়ন নির্বাচনে দুর্দান্ত বিজয়ের জন্য এবিভিপির সকল কর্মীকে অভিনন্দন জানাই। এই জয় কেবল আমাদের যুব সমাজের জাতীয়তাবাদে অবিচ্ছিন্ন বিশ্বাসের প্রমাণ নয়, এই জয় নতুন ভারত গঠনের প্রতি যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ তার প্রমাণও দেয়।”