নীরমহলকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার উদ্যোগ ত্রিপুরা সরকারের

2 - মিনিট |

১৫ সেপ্টেম্বর রুদ্রসাগরে অনুষ্ঠিত হবে সাঁতার ও নৌকাবাইচ প্রতিযোগিতা

কে আর সি টাইমস ডেস্ক

 নীরমহলকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার এ-কথা জানালেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ আজ বিকেলে রাজঘাট মুক্তমঞ্চে তিনদিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে সাংসদ বলেন, নীরমহল জল উৎসবের মধ্য দিয়ে রুদ্রসাগর এলাকার মানুষের চিরাচরিত সংস্কৃতির প্রসার ঘটছে৷ 

মেলাঘর রাজঘাটে তিনদিনব্যাপী নীরমহল জল উৎসবের উদ্বোধন করেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ তথ্য ও সংস্কৃতি দফতর, পর্যটন দফতর, মেলাঘর পুরপরিষদ, রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতি, সিপাহিজলা জেলা পরিষদ, যুব-বিষয়ক ও ক্রীড়া দফতর এবং সিপাহিজলা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী নীরমহল জল উৎসবের আয়োজন করা হয়েছে৷ 

সাংসদ প্রতিমা বলেন, রুদ্রসাগর এলাকার মানুষের মধ্যে মনসামঙ্গল ও নৌকাবাইচকে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেছে ৷ জলজীবীদের এই সংস্কৃতিকে টিঁকিয়ে রাখতে রাজ্য সরকার আন্তরিক প্রয়াস অব্যাহত রেখেছে৷ প্রতি বছর শ্রাবণ মাসের প্রতি সন্ধ্যায় এখানকার প্রতিটি ঘরে ঘরে পদ্মপুরাণ পাঠের আসর বসে৷ সেই সঙ্গে জলজীবীরা মেতে ওঠেন নৌকাবাইচের আনন্দে৷ রাজ্য সরকার জল উৎসবের মধ্য দিয়ে নীরমহল পর্যটন কেন্দ্রকে দেশ বিদেশের পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নিয়েছে৷ 

তিনি বলেন, বর্তমান সরকার পর্যটন শিল্পের বিকাশের মধ্য দিয়ে রাজ্যের অর্থনীতিকে সমৃদ্ধ করতে চাইছে৷ এর জন্য নেওয়া হয়েছে ব্যাপক উদ্যোগ৷ রাজ্য সরকার রুদ্রসাগরে হাঁস পালন প্রকল্পের সূচনা করেছে গত বছর৷ এক হাজার পরিবারকে ৫০টি করে উন্নত প্রজাতির হাঁসের বাচ্চা দেওয়া হচ্ছে৷ তাতে যেমন রোজগার বাড়বে, পাশাপাশি রুদ্রসাগরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে৷ 

সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, সংসদেও তিনি রুদ্রসাগরের উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেওয়ার জন্য প্রস্তাব করেছেন৷ সম্প্রতি নাবার্ড-এর সভায় উত্তর-পূর্বাঞ্চলের জন্য একটি পর্যটন সার্কিট তৈরি করে পর্যটনের উন্নয়নে প্রকল্প গ্রহণের প্রস্তাব রাখা হয়েছে৷ তিনি বলেন, স্থলপথে মায়ানমারের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা হচ্ছে৷ রেলপথ সম্প্রসারণ করে আগামী ২০২০ সালের মধ্যে রেলপথে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রামের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে৷ এর ফলে আগামীদিনে ত্রিপুরায় বিদেশি পর্যটক আরও বেশি আসার সম্ভাবনা তৈরি হবে৷ নীরমহলকে রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র তৈরি করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীও আন্তরিক প্রয়াস নিয়েছেন বলে তিনি জানান৷ 

আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেছেন মেলাঘর পুরপরিষদের চেয়ারপার্সন উত্তম পাল, সিপাহিজলা জেলা পরিষদের সহকারী সভাধিপতি পিণ্টু আইচ, রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি পবিত্র দাস, মেলাঘর পুরপরিষদের উপ-মুখ্যকার্যনির্বাহী আধিকারিক হিমেন্দ বিকাশ পাল প্রমুখ৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন পর্যটন দফতরের ভারপ্রাপ্ত অধিকর্তা অভিজিৎ চক্রবর্তী, রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক পরমেশ্বর দাস, জেলা পরিষদ সদস্য রতন দাস প্রমুখ৷ উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় মনসামঙ্গল প্রতিযোগিতা৷ ১৫ সেপ্টেম্বর রুদ্রসাগরে অনুষ্ঠিত হবে সাঁতার ও নৌকাবাইচ প্রতিযোগিতা ৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news