সকাল ৯ তা ৪০-এ টেক অফ করার কথা এআই-৭৪৩ বিমানের । তখন আচমকাই রাশি রাশি মৌমাছির হামলা
এবার মৌমাছি হামলা করল দমদম বিমানবন্দরে । মৌমাছি হামলায় এক ঘণ্টা দেরিতে ছাড়ে এয়ার ইন্ডিয়ার কলকাতা-আগরতলা বিমান । মৌমাছি তাড়াতে আনতে হয় দমকল ।
রবিবার দমদম বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার কলকাতা-আগরতলাগামী বিমানে তখন ১৩৬ জন যাত্রী ।
সকাল ৯ তা ৪০-এ টেক অফ করার কথা এআই-৭৪৩ বিমানের । তখন আচমকাই রাশি রাশি মৌমাছির হামলা । বিমানটিকে ঘিরে ধরে মৌমাছির দল । এমন অবস্থা যে পাইলট সামনে কিছু দেখতে পাচ্ছেন না । সেই সময় বিমান একটুও নড়াননি পাইলট । কোনওভাবে মৌমাছি বিমানের ভেতরে ঢুকে পড়লে যাত্রীরা ক্ষতিগ্রস্ত হবেন ভেবেই সিদ্ধান্ত নেওয়া হয় । অবশেষে বাধ্য হয়ে দমকলকে ডাকতে হয় ।
দমকল তীব্র বেগে জল ছাড়ে । জলের তোড়ে মৌমাছিদের তাড়ানোর চেষ্টা হয় । বেশ কিছুক্ষণের চেষ্টায় মৌমাছিদের কবল থেকে বিমান দখলমুক্ত করা হয় । গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে । বিমানটি এমনিতেই কিছু প্রযুক্তগত কারণে দেরিতে যাত্রা করবে বলে জানানো হয়েছিল । মৌমাছির তাণ্ডের ফলে আরও এক ঘণ্টা দেরিতে ছাড়ে ওই বিমান ।