মণিপুরে মাখান নাগা অধ্যুষিত গ্রাম জ্বালিয়ে দিয়েছে সশস্ত্ৰ দুৰ্বৃত্তের দল

2 - মিনিট |

এই ঘটনাকে অমানবিক এবং বৰ্বর আখ্যা দিয়েছে মাখান সম্প্ৰদায়ভুক্ত কয়েকটি সংগঠন ও প্রতিষ্ঠান।

কে আর সি টাইমস ডেস্ক

মণিপুরের সেনাপতি জেলায় মঙ্গলবার ভোররাতে কতিপয় সশস্ত্ৰ মারাম নাগা দুৰ্বৃত্ত মাখান নাগা সম্প্ৰদায় অধ্যুষিত একটি গ্রামে অগ্নিসংযোগ করেছে। আগুনে গ্রামের বহু বসতঘর ভস্মীভূত হয়ে গেছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, রাজ্যের সেনাপতি জেলার মাও-মারাম মহকুমার অন্তর্গত মাখান খুমান গ্রামে এই ঘটনা ভোররাতে সংঘটিত হয়েছে। মারাম খুলেন সাৰ্কল ইউনিয়নের কতিপয় সশস্ত্র সদস্য দল বেধে হাতে একে ৪৭ এবং এম ১৬-এর মতো আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল।

এদিকে এই ঘটনাকে অমানবিক এবং বৰ্বর আখ্যা দিয়েছে মাখান সম্প্ৰদায়ভুক্ত কয়েকটি সংগঠন ও প্রতিষ্ঠান। সংগঠনগুলির নেতা-কর্মীরা শীঘ্র দুৰ্বৃত্তের দলকে গ্রেফতার করার দাবিতে আজ ইমফল-ডিমাপুর (নাগাল্যান্ড) ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে যানবাহন চলাচল স্তব্ধ করে দিয়েছেন। তাঁরা বলেঝেন, প্ৰশাসন যদি ২৪ ঘণ্টার মধ্যে দুৰ্বৃত্তদের ধরতে না পারে তা-হলে তাঁরা এই জাতীয় সড়ক অনিৰ্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবেন। এর জন্য সৃষ্ট যে-কোনও অপ্ৰীতিকর পরিস্থিতির জন্য সরকার দায়ী হবে, হুমকি দিয়েছেন মাখান সম্প্ৰদায়ের নেতারা।

সূত্রের খবর, বহু যুগ ধরে শান্তিপূৰ্ণ পরিবেশের মধ্য দিয়ে দুই প্ৰতিবেশী মাখান গ্রাম এবং মারাম খুলেন গ্রামের বাসিন্দারা জীবনযাপন করছিলেন। কিন্তু গত ২০১৪ সালে এক ভূমি বিবাদের জেরে প্রতিবেশী দুই গ্রামের সম্পর্কে তিক্ততার সৃষ্টি করেছিল। ওই সালে মারাম বাজারে সংগঠিত দুই গোষ্ঠীর সশস্ত্ৰ সংঘৰ্ষে দুজন আহত হয়েছিলেন। ওই ঘটনার জেরে ছয়টি বসতবাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেদিনের সংঘর্ষে মাখান গ্রামের দুৰ্বৃত্তরা বিবদমান জমিতে মারাম সম্প্ৰদায়ের মানুষজনের তৈরি নতুন ঘরে আক্ৰমণ করেছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news