মুখ্যমন্ত্ৰী বলেন, গুয়াহাটিকে ক্ৰীড়া-রাজধানী হিসেবে গড়ে তুলতে তাঁর সরকার কাজ করে যাচ্ছে
দেশের জনসাধারণকে সুস্থ ও সবল রাখতে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-এর মতো জাতীয় কর্মসূচির প্রবর্তন করেছেন। এই কর্মসূচির সঙ্গে খেলাধুলোর এক নিবিড় সম্পৰ্ক আছে। খেলাধুলোর মাধ্যমে সুস্থ মনের অধিকারী হওয়া যায়। আমাদের নবপ্ৰজন্মকে খেলাধুলোকে জীবনের অন্যতম অঙ্গ হিসেবে গ্রহণ করে এগিয়ে যেতে হবে।
বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। মঙ্গলবার চড়াইদেও জেলার মাহমরায় ‘সিগন্যাচার’ প্ৰকল্পের অধীনে ১০ কোটি টাকা ব্যয়সাপেক্ষে একটি অত্যাধুনিক ক্ৰীড়া প্ৰকল্পের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। এ-উপলক্ষ্যে আয়োজিত সভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল এভাবেই খেলাধুলোর প্রতি নবপ্রজন্মকে এগিয়ে আসার ডাক দিয়েছেন।
মুখ্যমন্ত্ৰী বলেন, প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী ‘খেলো ইন্ডিয়া’-র মাধ্যমে নবপ্ৰজন্মকে ক্ৰীড়াক্ষেত্রে শক্তিশালী রূপে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ গ্ৰহণ করেছেন। রাজ্য সরকারও ক্ৰীড়াক্ষেত্রের বিকাশে নানা পদক্ষেপ গ্ৰহণ করেছে। এ প্রসঙ্গে সনোয়াল বলেন, ইতিমধ্যে গুয়াহাটিতে বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিকস্তরের খেলা সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। এ-ক্ষেত্রে বিশ্বের ক্ৰীড়াপ্ৰেমীরও দৃষ্টি আকৰ্ষণ করতে সমৰ্থ হয়েছে সরকার।
মুখ্যমন্ত্ৰী বলেন, গুয়াহাটিকে ক্ৰীড়া-রাজধানী হিসেবে গড়ে তুলতে তাঁর সরকার কাজ করে যাচ্ছে। বলেন, অসমে বহু প্ৰতিভাসম্পন্ন খেলোয়াড় আছেন। উপযুক্ত প্ৰশিক্ষণ, অত্যাধুনিক খেলাধুলোর সুযোগ-সুবিধা দিতে পারলে এই সকল প্রতিভাসম্পন্ন খেলোয়াড়রা বিশ্বস্তরে সুনাম অর্জন করে অসমকে গৌরবোজ্জ্বল করতে সক্ষম হবেন।
এছাড়া মাহমরা এলাকার বেশ কয়েকজন খেলোয়াড় জাতীয়স্তরে সুনাম অর্জন করে সক্ষম হয়েছেন বলে উল্লেখ করে সর্বানন্দ বলেন, এই এলাকার নবপ্ৰজন্মকে কঠোর পরিশ্ৰমের মাধ্যমে আরও বেশি সফল হতে হবে। প্রসঙ্গক্রমে গ্ৰামোন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাজ্যে ৫০০টি স্টেডিয়াম নিৰ্মাণের লক্ষ্য নিয়ে ইতিমধ্যে সরকার অগ্ৰসর হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্ৰী।
আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ কামাখ্যাপ্ৰসাদ তাসা, তপনকুমার গগৈ, বিধায়ক যোগেন মোহন, বিমল বরা, জেলাশাসক দীপককুমার সন্দিকৈ, চড়াইদেও জেলা পরিষদের সভানেত্ৰী বন্তি কোঁওর প্ৰমুখ বহু গণ্যমান্য ব্যক্তি।