বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, যশবন্ত সিনহা প্রশাসনের কাছে দাবি করেন কাশ্মীরে রাজনৈতিক নেতা হিসাবে তিনি আসেননি।
জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলুপ্তির পরে প্রথমবার শ্রীনগর বিমানবন্দরে আসা কসার্ন সিটিজেন গ্রুপের সদস্য যশবন্ত সিনহাকে আটকে দিল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার কসার্ন সিটিজেন গ্রুপের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, কপিল কাক, ভারত ভূষণ ও সুষোভা বার্নোদার কাশ্মীর উপত্যকার বর্তমান পরিস্থিতি জানতে শ্রীনগর বিমানবন্দরে পৌঁছেছিলেন।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, যশবন্ত সিনহা প্রশাসনের কাছে দাবি করেন এখানে রাজনৈতিক নেতা হিসাবে তিনি আসেননি। একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি হিসাবে তিনি এসেছেন। তিনি শ্রীনগরে ঢুকতে চেয়েছিলেন কিন্তু প্রশাসনিক আধিকারিকেরা তাঁর এই দাবিকে নস্যাৎ করে দেয়।
যশবন্ত সিনহাকে প্রবেশ অনুমতি না দিলেও ওই স্বেচ্ছা সংস্থার অন্যান্য প্রতিনিধিদের শ্রীনগরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। যশবন্ত সিনহাকে পরের বিমানে দিল্লিতে ফেরত পাঠানো হয়। অন্যদিকে কপিল কাক, ভারত ভূষণ এবং সুশোভা বার্নোধ কাশ্মীর উপত্যকার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখার অনুমতি দেওয়া হয়।