ম্যাচের প্রথম ১০ মিনিটেই মহমেডানের কাছে ২ গোল হজম করল মোহনবাগান
বৃহস্পতিবার যুবভারতীতে মহমেডানের কাছে ২-৩ গোলে হেরে গেল মোহনবাগান৷ ম্যাচের প্রথম ১০ মিনিটেই মহমেডানের কাছে ২ গোল হজম করল মোহনবাগান৷ প্রথমার্ধের আগে ব্যবধান কমালেও ম্যাচ জিততে পারল না কিবু ভিকুনার দল৷ শেষ পর্যন্ত ২-৩ গোলে মিনি ডার্বি হেরে গেল মোহনবাগান৷ সেই সঙ্গে খেতাব জয় থেকে আরও দূরে সরে গেল সবুজ-মেরুন৷
ভিকুনার ছেলেদের বিরুদ্ধে তিন-তিনটি গোল করে বাজিমাত করে মহামেডান৷ এই জয়ে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দু’ নম্বরে উঠে এলে সাদাকালো শিবির৷ আর পাঁচ নম্বরে নেমে গেল মোহনবাগান৷ এদিন অন্য ম্যাচে ভবানিপুরকে ২-০ হারিয়ে লিগ শীর্ষেই রইল পিয়ারলেস৷ ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৭৷ তিন ও চারে রয়েছে যথাক্রমে ভবানিপুর ও ইস্টবেঙ্গল৷ দু’জনের পয়েন্ট ১৪৷
মাত্র ৮ মিনিটেই করিম ওমোলাজার গোলে এগিয়ে যায় মহামেডান৷ কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন সাদা-কালোর নাইজেরিয়ান ফুটবলার৷ দু’ মিনিটের মধ্যেই ২-০ করে সাদাকালো শিবির৷ তীর্থাঙ্কর সরকারের ডিফেন্স লাইন ভেদ করে বাগানের জালে বল জড়াতে সক্ষম হন৷ মাত্র ১০ মিনিটেই জোড়া গোল করে ম্যাচে দখল নেয় মহামেডান৷
প্রথমার্ধে আধিপত্য বজার রাখলেও শুরুতেই দু’ গোল হজম করায় ম্যাচ ফিরতে পারেনি বাগান৷ দ্বিতীয়ার্ধে আরও একটি গোল হজম করে ভিকুনার ছেলেরা৷ ৬১ মিনিটে চিড্ডির গোলের ব্যবধান বাড়ায় মহামেডান৷ এর মিনিট ন’মিনিট পর বেইতিয়া’র ফ্রি-কিক থেকে সালভা চামোরোরা ফের ব্যবধান কমায় মোহনবাগান৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ মিনি ডার্বি ২-৩ গোলে হেরে খেতাব জয় থেকে আরও দূরে সরে গেল বাগান