পুজোর থিমে জীবন থেকে হারিয়ে যাওয়া জিনিস

< 1 - মিনিট |

মন্ডপসজ্জায় আধুনিকতা ও সাবেকিয়ানা রাখতে চান উদ্যোক্তারা। বাঁশের কারুকাজের মত জেলেরা আজ অনেকটাই অতীত। বড়িশা যুবকবৃন্দ তাদের ৬২-তম বর্ষে পুজোর থিম করছে ‘জেলেপাড়ার উমা‘

কে আর সি টাইমস ডেস্ক

অনেক কিছুই হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। বিগত দিনের সেই সব জিনিস হয়ে উঠছে পুজোর থিম-এর বিষয়।

যেমন বেহালা মুকুল সংঘ। বাঁশের বহু উপযোগিতাকে তারা আগ্রহীদের সামনে পুজোয় তুলে ধরতে চাইছে। তা যেমন প্রতিমার কাঠামো নির্মাণের কাজে লাগে, তেমন বাঁশজাত সামগ্রীর ওপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করেন বহু মানুষ। সেই বাঁশের তৈরি ঝুড়ি সহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে বেহালার এই পুজোর ৫৯-তম আসর। মূল বাঁশের তৈরি আটচালার আদলে।

মন্ডপসজ্জায় আধুনিকতা ও সাবেকিয়ানা রাখতে চান উদ্যোক্তারা। বাঁশের কারুকাজের মত জেলেরা আজ অনেকটাই অতীত। বড়িশা যুবকবৃন্দ তাদের ৬২-তম বর্ষে পুজোর থিম করছে ‘জেলেপাড়ার উমা‘। এই মন্ডপে দেখানো হবে জেলেদের জীবনযাত্রা। হবে নৌকা, জাল, বৈঠা, শুটকি মাছ, লন্ঠন-সহ নানা উপকরণ দিয়ে।

মাছ ধরতে যাওয়ার আগে জেলেরা মনসা কিংবা বনবিবির পূজা করেন। সেই সব ঘটনা তুলে ধরা হবে। জেলেরা নিজেদের মেয়েকে পুজো করেন মাছ ধরতে যাওয়ার আগে। মন্ডপে দেখা যাবে একটি মেয়েকে মা দুর্গা পেছন থেকে আগলে রেখেছেন। অভ্রের কাজে থাকবে নৈশ পরিবেশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news