নিট-এর ফলাফলে বেহাল বাংলা, প্রশ্ন নানা মহলে

2 - মিনিট |

চিকিৎসার নানা শাখায় ভর্তির সর্বভারতীয় পরীক্ষায় পশ্চিমবঙ্গের ফল রীতিমত হতাশার। ‘ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট‘ (নিট)-এ প্রথম দশে এ রাজ্যের কেউ নেই। প্রথম ১০০-তে মাত্র চার জন

কে আর সি টাইমস ডেস্ক

চিকিৎসার নানা শাখায় ভর্তির সর্বভারতীয় পরীক্ষায় পশ্চিমবঙ্গের ফল রীতিমত হতাশার। ‘ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ’ (নিট)-এ প্রথম দশে এ রাজ্যের কেউ নেই। প্রথম ১০০-তে মাত্র চার জন। 

পরীক্ষার এক মাস বাদে, প্রকাশিত হয়েছে সারা দেশের মেডিক্যাল, ডেন্টাল ও আয়ূশ শাখার বিভিন্ন পাঠ্যক্রমে ভর্তির সর্বভারতীয় পরীক্ষা নিট তথা ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট-এর ফল। তাতে কলকাতার পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা সাউথ পয়েন্ট স্কুলের হেমন্ত খাণ্ডেলিয়া একাদশ স্থান অধিকার করলেও প্রথম দশে বাংলার কোনও ছাত্রছাত্রী জায়গা করে নিতে পারেনি। নিট র‌্যাঙ্কিং-এ প্রথম পঞ্চাশে আছেন পশ্চিমবঙ্গের আরও এক ছাত্র দীপ্রসোম দাস। সব মিলিয়ে প্রথম একশোতে রয়েছেন বাংলার চার পড়ুয়া। নিট-এর অন্যতম পরীক্ষার্থী পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষায় স্থানাধিকারী সত্যম কর এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান পেয়েছেন। বৃহস্পতিবার তাঁর বাবা গৌতম কর বৃহস্পতিবার সকালে ‘হিন্দুস্থান সমাচার’-কে বলেন, “ছেলের সর্বভারতীয় স্থান ৫২ হাজারেরও বেশি। আর, অসংরক্ষিতদের তালিকায় ২৬ হাজারের ওপরে। তবে, আমাদের ইচ্ছে ও এ রাজ্যেই ডাক্তারি পড়ুক। সেটা সম্ভব হল কিনা, তা জানতে আরও দিন সাত অপেক্ষা করতে হবে। ’’

নিট-এ পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের অবস্থা কেন এ রকম? দেশে চিকিৎসকদের প্রাচীনতম এবং সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) ভাবী সভাপতি (প্রেসিডেন্ট-ইলেক্ট) উজ্জ্বল সেনগুপ্ত ‘হিন্দুস্থান সমাচার’-কে বলেন, “এটা রাজ্যের একটা সার্বিক অধঃপতনের নজীর। একসময় আইএএসের মত সর্বভারতীয় পরীক্ষায় বাংলার পরীক্ষার্থীরা ওপরের দিকে থাকতেন। এখন একেবারেই থাকেন না। নিট-এ তার ব্যতিক্রম হবে কি করে? ’’

‘সার্ভিস ডক্টর্স ফোরাম’-এর সাধারণ সম্পাদক সজল বিশ্বাস ‘হিন্দুস্থান সমাচার’-কে বলেন, “নিট-এর প্রশ্নপত্রের ঘরানা সিবিএসসি-র ধাঁচে। আমরা দাবি করেছিলাম, আগের মত আঞ্চলিক ভিত্তিতে এই পরীক্ষার আয়োজন করতে। যেহেতু সারা ভারতে পঠনপাঠনের মান এক নয়, কিছু অঞ্চলের পরীক্ষার্থী এ রকম পরীক্ষায় সমস্যায় পড়বেনই। এ রাজ্যের পরীক্ষার্থীদের জন্য সরকারি উদ্যোগে পরিকল্পিত উপায়ে আগাম প্রশিক্ষণ শিবির করতে পারলে ভাল হবে। ’’

নিট-এর আয়োজক সংস্থা এনটিএ সূত্রের খবর, সর্বভারতীয় এই পরীক্ষায় বসেছিলেন ১৪ লক্ষ ১০ হাজার ৭৫৫ জন ছাত্রছাত্রী। র‌্যাঙ্ক লিস্টে স্থান পেয়েছেন প্রায় আট লক্ষ ছাত্রছাত্রী— সাত লক্ষ ৯৭ হাজার ৪২ জন। প্রথম হয়েছেন রাজস্থানের নলিন খান্ডেলওয়াল। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে নয়াদিল্লির ভাবিক বনশাল ও উত্তরপ্রদেশের আকসাত কৌশিক। সূত্রের খবর, সর্বভারতীয় প্রথম পঞ্চাশ র‌্যাঙ্কিং-এর মধ্যে দিল্লির ন’জন, রাজস্থান ও উত্তরপ্রদেশের ছ’জন রয়েছেন। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news