লা লিগার অ্যাওয়ে ম্যাচে গ্রানাদার কাছে হার বার্সেলোনার

< 1 - মিনিট |

লিগের গত দু’টি ম্যাচ জিতে শনিবার ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হয় গ্রানাদা। শনিবার অ্যাওয়ে ম্যাচে গ্রানাদার কাছে ০-২ গোলে হেরে গেল বার্সেলোনা

কে আর সি টাইমস ডেস্ক

পঞ্চম ম্যাচে দ্বিতীয় হার বার্সেলোনার। ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে বড় ব্যবধানে হারালেও শনিবার অ্যাওয়ে ম্যাচে গ্রানাদার কাছে ০-২ গোলে হেরে গেল বার্সেলোনা। এই নিয়ে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭টি অ্যাওয়ে ম্যাচে জয়হীন থাকল কাতালান ক্লাবটি। মাঠে ফিরে দলের হার এড়াতে ব্যর্থ হলেন স্বয়ং লিওনেল মেসি।

লিগের গত দু’টি ম্যাচ জিতে শনিবার ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হয় গ্রানাদা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এদিন রামন আজিজের গোলে ম্যাচে এগিয়ে যায় তারা। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি বক্সের মধ্যে হাতে বল লাগিয়ে বিপক্ষকে দ্বিতীয় গোলটি উপহার দেন আর্তুরো ভিদাল। স্পটকিক থেকে গ্রানাদাকে দ্বিতীয় গোলটি এনে দেন আলভারো ভাদিলো।

অ্যান্তোনিও পুয়ের্তাসের ক্রস থেকে হেডে রামন আজিজ ৬৩ সেকেন্ডের মাথায় এগিয়ে দেন গ্রানাদাকে। প্রথমার্ধ জুড়ে গোল লক্ষ্য করে একটিও শট রাখতে ব্যর্থ হন বার্সেলোনা ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে অবস্থা বেগতিক দেখে গোলের লক্ষ্যে মাঠে নামেন দলের মধ্যমণি লিও মেসি।

কিন্তু দুর্গের শেষ প্রহরী টার স্টেগেনের ভুলে প্রায় দ্বিতীয় গোল হজম করে বসে বার্সেলোনা। তবে সে যাত্রায় রক্ষা পেলেও ৬৬ মিনিটে বক্সে ভিদালের হ্যান্ডবলের বদান্যতায় পেনাল্টি পায় গ্রানাদা। এই হারের ফলে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলে সাত নম্বরে তারা। অন্যদিকে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগের মগডালে গ্রানাদা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news