নেতাজি সুভাষ চন্দ্র বোসের অন্তর্ধান রহস্যকেই কেন্দ্র করে তৈরী হচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘গুমনামী’
নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা তাঁদের শৃঙ্খলাবদ্ধ চলনের সংগীত হিসেবে বেছে নিয়েছিলেন রাম সিংহের সুরে ‘কদম কদম’ গানটি | তবে,এবার সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত ও ঈশান মিত্রর কণ্ঠে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘গুমনামী’ তে আরও একবার নতুন রূপে জীবন্ত হয়ে উঠল ‘কদম কদম’|মুক্তি পেল ‘গুমনামী’ আরও একটি গান ‘কদম কদম ‘|
নেতাজি সুভাষ চন্দ্র বোসের অন্তর্ধান রহস্যকেই কেন্দ্র করে তৈরী হচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘গুমনামী’ | ইতিহাস বলছে ১৯৪৫ সালের ১৮ আগস্ট শেষবারের মত প্রকাশ্যে দেখা যায় নেতাজী সুভাষচন্দ্র বসুকে। একটি বিমানে চড়ছিলেন তিনি। ইতিহাস বলে, ভেঙে পড়েছিল সেই বিমান, অথচ বিমানের ধ্বংসাবশেষ অথবা নেতাজীর দেহ উদ্ধার হয় নি কখনও। সরকারি ঘোষণা অনুযায়ী সেদিনই মৃত্যু ঘটেছিল নেতাজি সুভাষ চন্দ্র বোসের |
তারপর থেকে বহু মানুষ বহুবার দাবি করেছেন, বেঁচে আছেন নেতাজী। কিন্তু কোনও নির্ভরযোগ্য প্রমাণ কেউ দেখাতে পারেন নি। পাশাপাশি, তাঁর মৃত্যুর প্রমাণও পাওয়া যায় নি আজ পর্যন্ত। তিনি তারপরেও বেঁচে ছিলেন! নাকি বিমান দুর্ঘটনায় কি তিনি মারা গেছিলেন!এই বিষয়কেই কেন্দ্র করে এগোবে পরিচলক সৃজিতের ‘গুমনামী’|ছবিতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তীকে। আগামী ২ অক্টোবর মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘গুমনামী’|