হাইলাকান্দি পৌরসভার পক্ষ থেকে সকল নাগরিকবৃন্দকে এই বিশেষ ব্যাংক নিয়মিত ব্যবহারের অনুরোধ করা হয়েছে
অসমের হাইলাকান্দি পুর সভার ডিসি প্লাস্টিক দূষণ প্রতিরোধে প্লাষ্টিক ব্যাংক নামক এক অভিনব ব্যবস্থাপনা জেলা জুড়ে চালু করার উদ্যোগ নিয়েছেন। বহুল ব্যবহৃত একক ব্যবহারযোগ্য প্লাষ্টিক যেমন জলের বোতল, কভার, প্যাকেট ইত্যাদি অনায়াসেই রাস্তার পাশে বসানো এই প্লাষ্টিক ব্যাংক ব্যবহার করে জনসাধারণ নির্দিষ্ট জায়গায় প্লাস্টিকজাত বর্জপদার্থ জামায়েত করতে পারবেন।
এছাড়াও পুরসভার ডিসি সমস্ত নাগরিককে এই ব্যাংক নিয়মিত ব্যবহার করে দূষণ মুক্ত দেশ গড়ারও অনুরোধ জানিয়েছেন।