মুখ্যমন্ত্রীর বি‌শেষ বৃত্তি পরীক্ষায় চমকপদ ফলাফল পাথারকান্দির পাঁচ পড়ুয়ার

< 1 - মিনিট |

৬ জানুয়ারি রাজ্যের এই মেধা পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল, পাথারকান্দি ব্লক প্রাথমিক শিক্ষা খণ্ডের অধীনস্থ সরকারি এই সব স্কুলের চমকপদ ফলাফল সংক্রান্ত রি‌পোর্ট হাতে আসার পর দারুণ উৎফুল্লিত স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা-সহ অভিভাবক মহল

কে আর সি টাইমস ডেস্ক

চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত রাজ্যের বিশেষ মেধা পরীক্ষার অধীনে মুখ্যমন্ত্রী বিশেষ বৃত্তি পরীক্ষায় আশাতীত সাফল্য অর্জন করেছে পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েত এমই স্কুলের পাঁচ পড়ুয়া। ২০১৮ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে পাঠরত স্কুলের এই পাঁচ পড়ুয়ারা হল দিলীপ নমঃশূদ্রের ছেলে দেবু শুক্লবৈদ্য, বিমান দাসের মেয়ে দেবযানী দাস, নিখিল শুক্লবৈদ্যের মেয়ে লক্ষ্মী শুক্লবৈদ্য, সুজিত দত্তের মেয়ে রূপালী দত্ত এবং মনীন্দ্র শুক্লবৈদ্যের মেয়ে রূপশ্রী শুক্লবৈদ্য।

গত ৬ জানুয়ারি রাজ্যের এই মেধা পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। এতে স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা মোট ১৫০ নম্বরের মধ্যে যা পেয়েছে তা এরকম, দেবু নমঃশূদ্র ৮৭ নম্বর, দেবযানী দাস ৭৭, রূপালী দত্ত ৯২, রূপশ্রী শুক্লবৈদ্য পায় ৭৫ এবং লক্ষমী শুক্লবৈদ্য ৮৩। তারা কৃতিত্বের সঙ্গে বৃ‌ত্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় অভিভাবক থেকে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বেজায় খু‌শি ব্যক্ত ক‌রে‌ছেন।

পাথারকান্দি ব্লক প্রাথমিক শিক্ষা খণ্ডের অধীনস্থ সরকারি এই সব স্কুলের চমকপদ ফলাফল সংক্রান্ত রি‌পোর্ট হাতে আসার পর দারুণ উৎফুল্লিত স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা-সহ অভিভাবক মহল। আজ এক প্রেস বার্তায় স্কুলের প্রধান শিক্ষক দেবজ্যোতি রাজকুমার কৃতী পড়ুয়াদের অভিনন্দন জানিয়ে তা‌দের উজ্জ্বল ভ‌বিষ্যত কামনা ক‌রে‌ছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news