পড়াশোনার চাপে বাড়ছে আত্মহত্যা – তৈরি হচ্ছে সচেতনতা মূলক শর্ট অ্যাডফিল্ম

< 1 - মিনিট |

|প্যান্টোম্যাথ ফিনানসিয়াল এডভাইসারী কোম্পানী। এই সিনেমার মুখ্যভুমিকায় অভিনয় করেছেন মুম্বাইয়ের নাম করা অভিনেতা আমন ভার্মা

কে আর সি টাইমস ডেস্ক

স্কুল জীবনে পড়াশুনায় মানসিক চাপে বাড়ছে শিশু কিশারদের আত্মহত্যা করার প্রবণতা।  এই মনসিক চাপ  কমাতে একটি সচেতনতা মূলক শর্ট অ্যাডফিল্ম করেছে|প্যান্টোম্যাথ ফিনানসিয়াল এডভাইসারী কোম্পানী। এই সিনেমার মুখ্যভুমিকায় অভিনয় করেছেন মুম্বাইয়ের নাম করা অভিনেতা আমন ভার্মা । শিশুশিল্পীর ভূমিকায় মুম্বাইয়ের আমন মেহেরা । ফিল্মের জন্য পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের মাউন্ট লিটেরা জি স্কুলকে নির্বাচন করায় খুশি স্কুলের প্রতিষ্ঠাতা চিন্তামনি মন্ডল ।

শিশু-কিশারদের পড়াশোনায় মানসিক চাপ ক্রমশ বাড়ছে । এই চাপের কারনে পড়ুয়াদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে । আর এই পড়াশোনার জগতে শিশুমনে প্রতিযোগিতা বা চাপ বাড়িয়ে দিচ্ছেন অভিভাবক -অভিভাবিকারা । তার জন্য মানসিকভাবে ভেঙ্গে পড়ছে অল্পবয়সী স্কুল পড়ুয়ারা । প্যান্টোম্যাথ ফিনানসিয়াল এডভাইসারী কোম্পানী এই অ্যাড ফিল্মটি তৈরি করার দায়িত্ব নিয়েছে বক্স অফিস মাশেন নামে একটি ফিল্ম নির্মাতা সংস্থাকে | অ্যাডফিল্মের কাহিনী লিখেছেন এবং পরিচালনা করেছেন কাঁথির ছেলে পার্থসারথী মান্না । শ্রীমান্নার বাড়ি দুলালপুর গ্রাম পঞ্চায়তের সিলামপুর গ্রামে হলেও ,তিনি কলকাতায় বেশ জনপ্রিয় । ইতিমধ্যে অনেকগুলো ছবি করে সাফল্য পেয়েছেন । তার সহযোগী রয়েছেন,সত্যহরি মন্ডল । সত্যহরির বাড়ি দেশপ্রাণ ব্লকের রসলপুর গ্রামে । সে ইতিমধ্যে বেশ কয়েকটি টেলি সিরিয়াল এবং হিন্দি সিনেমায় অভিনয় করেছে ।  এবিষয়ে চিন্তামনি বাবু বলেন, “চলচ্চিত্র জগতে মুম্বাইয়ের তারকার শুটিং কঁথিতে এই প্রথম । শিশু-কিশােরদের পড়াশোনায় মানসিক চাপ কমাতে নিয়মিত শরীর চর্চা এবং সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তাও সিনেমায় তুলে ধরা হয়েছে । স্কুলের ক্লাসরুমে পাঠদানের বিষয়ে যেমন শ্যুট হয়েছে তেমনি খেলার মাঠে বাস্কেট বল খেলার ও শ্যুট হয়েছে ।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *