বাঙালি গোয়েন্দাকে নিয়ে নতুন তথ্যচিত্র ‘ফেলুদা: ফিফটি ইয়ারস অব রে’স ডিটেকটিভ’ তৈরী করলেন পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়
নয় নয় করে পঞ্চাশ বছর পার হয়ে গেল ফেলুদার। বইয়ের পাতা থেকে সে চরিত্র উঠে এসেছে রূপোলি পর্দায়। বাঙালি গোয়েন্দাকে নিয়ে নতুন তথ্যচিত্র ‘ফেলুদা: ফিফটি ইয়ারস অব রে’স ডিটেকটিভ’ তৈরী করলেন পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায় | ‘ফেলুদা: ফিফটি ইয়ারস অব রে’স ডিটেকটিভ’ | আগামী ৭ জুন ফেলুদার পঞ্চাশ বছর উপলক্ষ্যে এই তথ্যচিত্র দেখানো হবে নন্দন এবং প্রিয়া সিনেমা হলে।
কালের সঙ্গে তাল মিলিয়ে বদলে গেছে পর্দার ফেলুদাও। কখনও সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী তো আবার দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায়কেও | তবে এই তথ্যচিত্রের নির্মাতা সাগ্নিক চট্টোপাধ্যায় হলেও আদতে বিজ্ঞাপনের ছবি তৈরি করাই তাঁর পেশা। অন্যদিকে, ফেলুদা নাকি আবার তাঁর শৈশব নেশা। আর এই ফেলুদা নেশায় ভর করেই তাঁকে নিয়ে তৈরি করে ফেলেছেন আস্ত একটা ১ ঘণ্টা ৫৬ মিনিটের তথ্যচিত্র। সত্যজিৎ রায়ের সৃষ্টি গোয়েন্দা চরিত্র ফেলুদার বাস্তবে কোনও অস্তিত্ব ছিল কি? আর যদি বাস্তবে না-ই থাকে, তাহলে কোথা থেকে এল মাণিকবাবুর ফেলুদা ভাবনা? সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে দেখতে হবে পরিচালক সাগ্নিকের তথ্যচিত্র ‘ফেলুদা: ফিফটি ইয়ারস্ অব রে’স ডিটেকটিভ’। ‘ফেলুদারা’ নাকি এমন কিছু তথ্য শেয়ার করেছেন, যা এর আগে কোথাও বলেননি। সব মিলিয়ে সত্যজিৎ শুধুমাত্র পরিচালক নন, বরং তাঁকে লেখক বা অলঙ্করণ শিল্পী হিসেবে অনেক বেশি করে পাওয়া যাবে এই তথ্যচিত্রে, জানান সাগ্নিক।