পঞ্চম ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব উপলক্ষ্যে আয়োজিত প্রচারমূলক কর্মসূচির উদ্বোধন করছেন জেআইএস ইন্সটিটিউট অফ অ্যাডভান্সড স্টাটিজ অ্যান্ড রিসার্চের কলকাতা শাখার অধিকর্তা অজয় কুমার রায়। ছবিতে দূর্গাপুর সিএসআইআর-সিএমইআরআই-এর অধিকর্তা অধ্যাপক ডঃ হরিশ হিরানী ও এনআইটি দূর্গাপুরের অধ্যাপক পরিমল আচার্য প্রমুখ।
পঞ্চম ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব
< 1 - মিনিট | ২৬ অক্টো ২০১৯
কে আর সি টাইমস ডেস্ক