টোকিও অলিম্পিকে সোনা জিতে অবসর নিতে চান ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম
টোকিও অলিম্পিকে সোনা জিতে অবসর নিতে চান ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম। বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনই জানালেন তিনি।
এদিন মেরি কম বলেন, ২০২০ সালের পর অবসর নিতে চাই। তাই ভারতের হয়ে সোনা জেতাই আমার এখন মূল লক্ষ্য। দেশের হয়ে সোনা জিততে চাই। দেশের হয়ে পদক জেতার জন্য নিজের সেরাটা দিয়েছি। অলিম্পিকে যোগ্যতা অর্জন এবং বিশ্বচ্যাম্পিয়নশিপের জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করতে চান তিনি। এবার দেশের হয়ে সোনা জিততে চাই। ১৬-১৭ বছর দীর্ঘ সময় রিঙে কাটিয়ে দেশকে গর্বিত করেছি। এত দীর্ঘ কেরিয়ার কারও নেই। দেশকে বহুবার গর্বিত করেছি। দেশকে বরাবর পদক দিতে বদ্ধপরিকর ছিলাম। দেশের তরুণ প্রজন্ম খুব ভাল করছে। ভবিষ্যৎ ভারত আরও অনেক মেরি কম পাবে।
উল্লেখ্য, মেয়েদের বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপে ছয়বার চ্যাম্পিয়ন হন তিনি। এছাড়া পাঁচবার এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছেন। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পাশাপাশি পদক জিতেছেন এশিয়ান এবং কমনওয়েলথ গেমসে। তিন সন্তানের মা মেরি কমন রাজ্যসভার সাংসদ। কিন্তু এখনও বক্সিং-এর প্রতি তার ভালবাসা কম হয়নি। সেই একই অঙ্গীকার নিয়ে রিঙে নামেন মেরি কম। বরাবর ৪৮ কিলোগ্রাম বিভাগে খেললেও অলিম্পিকে ৫১ কিলোগ্রামে খেলতে হয়েছে মেগনিফিসিন্ট মেরিকে।