৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ সিরিজ।
দিল্লির ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে অনিশ্চয়তা কাটল। ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ সিরিজ। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। দিওয়ালির পর দিল্লিতে মাত্রাতিরিক্ত দূষণের কারণে ৩ নভেম্বর ম্যাচ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছিল। নভেম্বর নাগাদ দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বাড়তে পারে। ফলে কমতে পারে দৃশ্যমানতা। তার উপর বাতাসে দূষিত ধূলিকণার মাত্রা বাড়ার শঙ্কাও থাকছে। এমন পরিবেশে ম্যাচ আয়োজন সম্ভব হবে কি না তা নিয়ে আশঙ্কাও দেখা দিয়েছিল। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি ৩ নভেম্বর ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচের জন্য ছাড়পত্র দিয়েছে, বলে জানিয়েছেন বোর্ডের এক কর্তা । নভেম্বরের শুরুতেই ম্যাচ আয়োজন নিয়ে বিশেষ কোনও সমস্যা হবে না বলেই আশাবাদী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।