আজ আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস। পরিবেশ বাঁচাতে আমাদের একসাথে কাজ করা উচিৎ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে হবে। ~ মমতা ব্যানার্জী ,মুখ্যমন্ত্রী , প.ব সরকার ১৯৫৯ সালের খাদ্য আন্দোলনের শহিদদের জানাই প্রণাম। ‘খাদ্যসাথী’ প্রকল্পের মাধ্যমে বাংলার ৯০% (৮.৫৯ কোটি) মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করেছে আমাদের সরকার। ~ মমতা ব্যানার্জী ,মুখ্যমন্ত্রী […]
আজ আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস। পরিবেশ বাঁচাতে আমাদের একসাথে কাজ করা উচিৎ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে হবে।
~ মমতা ব্যানার্জী ,মুখ্যমন্ত্রী , প.ব সরকার
১৯৫৯ সালের খাদ্য আন্দোলনের শহিদদের জানাই প্রণাম। ‘খাদ্যসাথী’ প্রকল্পের মাধ্যমে বাংলার ৯০% (৮.৫৯ কোটি) মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করেছে আমাদের সরকার।
~ মমতা ব্যানার্জী ,মুখ্যমন্ত্রী , প.ব সরকার
বিগত কয়েক সপ্তাহ ধরে, দীর্ঘ বিলম্বিত লিগামেন্ট ও এসিএল আঘাতের চিকিৎসার জন্য আমি ব্যস্ত ছিলাম|…আমাদের মধ্যে যে সমস্ত মানুষ সমাজতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ এবং সামাজিক ন্যায়বিচারের বিকল্প খুঁজছেন, তাঁদের প্রতি আমরা দায়বদ্ধ| যুদ্ধ চলছে, এই আশ্বাস দিতে চাই|
~তেজস্বী যাদব, আর জে ডি~
চেন্নাইতে গভীর জলাভাব দেখা দিয়েছে। অনেক রেস্তোরাঁ, স্কুল-কলেজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিশ্ব উষ্ণায়ন নিয়ে আমাদের সতর্ক হতে হবে। ভূগর্ভের জলস্তর নেমে যাচ্ছে। এটা নিয়ে আমরা সমীক্ষা করেছি। ওপরের জল তাই ধরতে হবে। ২ লক্ষ ৭৮ হাজার পুকুর কাটিয়েছি। জলের সব রকম যোগান নিয়ে একটা কোর কমিটি করা হয়েছে। আমি বিধায়কদের মাধ্যমে আবেদন করব, চাষিরা জল যদি একটু কম ব্যবহার করতে পারেন, ভাল হয়। পরিবর্ত ব্যবস্থার কথা ভাবতে হবে। কেউ যেন অপচয় না করি।
মমতা ব্যানার্জী ,মুখ্যমন্ত্রী , প.ব সরকার
ভারতের প্রাচীন ইতিহাস ও বৈচিত্র্যের প্রতীক হল যোগ, যা গোটা বিশ্বকে একটি সুস্থ জীবনের পথ দেখাচ্ছে। এটি সমগ্র বিশ্বের জন্য কল্যাণকর। যোগ দিবসে আমি বিশ্বের দরবারে যোগব্যায়ামকে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই।
অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত
আজ ‘বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস’। শিশু শ্রমিক নামক ব্যাধি দেশ থেকে দূর করতে বাংলা অনেকটাই সফল। ২০১৮ সালের ২৭ এ মার্চ পার্লামেন্টে প্রকাশিত তথ্য অনুযায়ী গত তিন বছরে বাংলায়, শিশু শ্রমিক সম্পর্কিত দুর্নীতির পরিমান কমেছে।
~মমতা ব্যানার্জী ,মুখ্যমন্ত্রী , প.ব সরকার
আলিগড়ের নৃশংস হত্যা, আবার একটি নির্দোষ শিশুর প্রতি একটি অমানবিক, অকথ্য অপরাধ । আমি তার পিতা মাতার যন্ত্রনার কথা কল্পনাও করতে পারছি না। আমাদের এ কি অবস্থা হল ?
~প্রিয়াঙ্কা গান্ধী ওয়াডরা, সাধারণ সম্পাদক, ভারতীয় জাতিয় কংগ্রেস
জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা হল যে, যা আপেক্ষিকভাবে অন্ত বলে মনে হয়, তা আসলে আবার করে শুরু করার জন্য একটি ভালো জায়গা।
~অমিতাভ বচ্চন, ভারতীয় অভিনেতা
আজ টিম ইন্ডিয়া সি ডব্লিউ সি ১৯ এর যাত্রা শুরু করল। পুরো টিমকে আমার শুভেচ্ছা জানাই। আমি কামনা করি এই টুর্নামেন্ট যেন উত্তম ক্রিকেট এবং স্পোর্টসম্যানসিপের সাক্ষী হতে পারে। খেলা এবং হৃদয় দুই জয় করুক। ভারত বনাম দক্ষিন আফ্রিকা
~ নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রী, ভারত-
প্রিয় যুবরাজ সিং, আপনি প্রতিযোগিতামূলক ক্রিকেটের দুনিয়া থেকে অবসর নিয়েছেন তবুও প্রত্যেক ভারতবাসী তথা লক্ষ লক্ষ বিশ্বের ক্রিকেট প্রেমীদের মনে আপনি ক্রিকেটের প্রতিমূর্তি হয়ে আছেন এবং থাকবেন । ব্যাটসম্যান, বোলার, তথা ফিল্ডার হিসেবে আপনার অবদান অপরিসীম। আপনি আমাদের সকলের গর্ব।
আপনার ভবিষ্যত উদ্যোগগুলির জন্য আমার অনেক শুভেচ্ছা।
~কিরেন রিজিজু ~ রাজ্যমন্ত্রী (স্বতন্ত্র) যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী
“আমাদের দেশ পরিবেশকে ঈশ্বর হিসেবে মানতে শিখিয়েছে। এই পৃথিবীকে কী করে আরও সুন্দর করে গড়ে তোলা যায়, তার দায়িত্ব আমাদের। শুধু গাছের চারা পুঁতলেই হবে না, এর রক্ষণাবেক্ষণও করতে হবে।”
~ নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রী, ভারত