ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং নিলেও ফায়দা তুলতে ব্যর্থ টাইগাররা

< 1 - মিনিট |

ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের।

কে আর সি টাইমস ডেস্ক

ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চার উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে মোমিনূল হকের দল। হোলকার স্টেডিয়ামে টস জেতার ফায়দা তুলতে প্রথম দিকে ব্যর্থ হয়েছে টাইগাররা। 

ভারতের পেসারদের দাপটে ক্রিজে অস্বস্তি বোধ করতে থাকে দলের দুই ওপেনার ইমরুল কায়েস আর সাদমান ইসলাম। ইশান্ত শর্মার বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন সাদমান ইসলাম। ইমরুল কায়েসের ক্যাচ ধরে রাহানে। মহম্মদ মিঠুনকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক মোমিনূল হক। কিন্তু ১৩ রানের মাথায় মহম্মদ শামির দুরন্ত পেসের সামনে এলবিডব্লিউ হয়ে ক্রিজ ছাড়েন মিঠুন। পরে মুশফিকুর রহিমকে নিয়ে ইশান্ত, শামি এবং উমেশ যাদবের আগুন পেসের সামনে রুখে দাঁড়ান অধিনায়ক মোমিনূল। মূলত তাঁর রুখে দাঁড়ানোর জেরেই ১০০ গণ্ডি স্পর্শ করতে সক্ষম হয় টাইগাররা। মধ্যাহ্নভোজ পর্যন্ত বাংলাদেশের তিন উইকেট হারিয়ে করেছিল ৬৩ রান। স্কোরবোর্ডে ১০০ জমা হওয়ার আগেই তিনি রবিচন্দ্রন অশ্বিনের অফ স্টাম্পের ওপরের বলটি পড়তে ভুল করে বসলেন। ৮০ বলে ৩৭ করে বোল্ড তিনি। মুশফিকুর রহিমের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে দারুণ প্রতিরোধ গড়েছিলেন। এই মুহূর্তে ক্রিজে ১০ রানে ব্যাট মহমুদুল্লা। 

 এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় ও বাংলাদেশের দল : ভারতীয় দল: রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (ক্যাপ্টেন), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মহম্মদ শামি ও উমেশ যাদব৷  বাংলাদেশ দল: শাদমান ইসলাম, ইমরুল কায়েস, মহম্মদ মিঠুন, মোমিনূল হক (ক্যাপ্টেন), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ ও এবাদত হোসেন৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news