গুয়াহাটির বড়ঝাড়ে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের সোনা বাজেয়াপ্ত
গুয়াহাটির বড়ঝাড়ে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের বাজেয়াপ্ত করা হয়েছে সোনা। এবার প্রায় ২৫.৭৫ টাকার সোনা বাজেয়াপ্ত করেছে সিআইএসএফ। রুটিন তালাশির সময় বাজেয়াপ্ত করা হয়েছে ৬৬৪ গ্রাম সোনা। সোনা পাচারের দায়ে আট করা হয়েছে এক যুবককে। জনৈক আজমত আলি বলে পরিচয় পাওয়া গেছে। সোনাগুলি দিল্লি নিয়ে যাওয়ার কথা ছিল, ধৃতের স্বীকারোক্তির ভিত্তিতে জানিয়েছেন সিআইএসএফ কর্তৃপক্ষ।
উল্লেখ্য গতকাল বুধবারও গুয়াহাটিতে কেন্দ্ৰীয় শুল্ক দফতরের গোয়েন্দারা এক অভিযান চালিয়ে ১৮.৫ কিলোগ্রাম ওজনের সোনা বাজেয়াপ্ত করেছিলেন। এএস বিএস ৩৩৩০ নম্বরের একটি ফোৰ্ড ইকো-স্পোৰ্ট গাড়িতে তালাশি চালিয়ে গাড়ির পশ্চাৎ অংশের ডেশবোর্ডের নীচে ছিদ্র করে লুকিয়ে পাচার করা হচ্ছিল।
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর গুয়াহাটির বড়ঝাড়ে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করেছিল সিআইএসএফ। রুটিন তালাশির সময় বাজেয়াপ্ত করা হয়েছিল প্ৰায় ৬.৫ কেজি সোনা। এর সঙ্গে গ্ৰেফতার করা হয়েছিল মিজোরামের রাজধানী আইজলের বাসিন্দা লালথিথাল লিয়ানা নামের এক পাচারকারীকে।