আপাতত জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই
আপাতত জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। তবে আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সকাল ও সন্ধ্যায় বজায় থাকবে হিমের পরশ। বাতাসে শিরশির। একটু একটু করে শীতল হচ্ছে আশপাশ। তবে এই মুহূর্তে খুব বেশি পারদ নামার ইঙ্গিত দিচ্ছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। শুক্রবার সকালেও কলকাতা-সহ অন্যান্য জেলাগুলিতে হালকা শীতের আমেজ ছিল। এদিন সর্বনিম্ন তাপমাত্রার পারদ সামান্য ঊর্ধ্বমুখী হয়েছে ঠিকই, তবে বজায় ছিল শীতের আমেজ। সামান্য বেড়ে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বেড়েছে। আপাতত এটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে দক্ষিণবঙ্গকে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, এখনও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণেই অস্বস্তি বজায় রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহবিদরা জানিয়েছেন, তৈরি হয়েছে নয়া ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তের রেশ কাটলেই শীতের আগমণ হবে দক্ষিণবঙ্গে। আপাতত শীতের অপেক্ষায় রয়েছেন শহরবাসী।