পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপে খেলবে ভারত।
বৃহস্পতিবার ডেভিস কাপের জন্য ঘোষণা করা হল ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপে খেলবে ভারত। ভেন্যু ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে ভারতীয় টেনিস। অনেকেই পাকিস্তানে গিয়ে খেলবে না বলে জানিয়ে দিয়েছিলেন। সেই তালিকায় ছিলেন মহেশ ভুপতি। যাঁরা পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়েছিলেন তাঁদেরই দলে রাখা হয়েছে। আর সেই টানাপড়েনের মধ্যেই প্রায় এক বছর পর ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন লিয়েন্ডার পেজ। এই দলে তিনি ছাড়া রয়েছেন, সুমিত নাগাল, রামকুমার রমানাথন, শশী কুমার মুকুন্দ এবং রোহন বোপন্না। নিরাপত্তার কারণ দেখিয়ে অনেকেই পাকিস্তানে যেতে চাননি। সর্ব ভারতীয় টেনিস অ্যাসোসিয়েশনের নির্বাচক কমিটির বিচারে জীবন নেদুনচেঝিয়ান, সাকেথ মেনেনি ও সিদ্ধার্থ রাওয়াতও দলে জায়গা করে নিয়েছেন। লিয়েন্ডার পেজ পাকিস্তান যেতে কোনও অসুবিধে নেই জানিয়ে দিয়েছেন, যেকারণে তিনি আবার দলে ফিরেছেন। ২০১৮-র এপ্রিলের পর থেকে পেজ আর ভারতীয় দলের হয়ে খেলেননি। ডেভিস কাপের ইতিহাসে সব থেকে সফল ডবলস প্লেয়ার তিনিই। বোপন্নাকে সঙ্গে নিয়ে তিনি ৪৩তম জয়টি তুলে নিয়ে পিছনে ফেলে দিয়েছিলেন ইতালির নিকোলা পিত্রাঙ্গেলিকে। যাঁরা ডেভিস কাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন তাঁরা হলেন, অর্জুন খাড়ে, বিজয় সুন্দর প্রশান্থ, এন শ্রীরাম বালাজি ও মণীশ সুরেশকুমার। দল: সুমিত নাগাল, রামকুমার রামানাথন, শশী কুমার মুকুন্দ, সাকেথ মেনেনি, রোহন বোপন্না, লিয়েন্ডার পেজ, জীবন নেদুনচেঝিয়ান ও সিদ্ধার্থ রাওয়াত। অধিনায়ক: রোহিত রাজপাল, কোচ: জিশান আলি, ফিজিও: আনন্দ কুমার, টিম ম্যানেজার: সুন্দর আইয়ার।