অবৈধভাবে অনুপ্রবেশ করতে গিয়ে এক নাইজেরিয়ান যুবককে আটক করেছে বিএসএফ
অবৈধভাবে অনুপ্রবেশ করতে গিয়ে এক নাইজেরিয়ান যুবককে আটক করেছে বিএসএফ। বাংলাদেশ থেকে ত্রিপুরার সাব্রুম সীমান্ত বিওপি দিয়ে এপাড়ে আসছিল সে। তখনই বিএসএফ রাইমন্ড নিউমাই দামি নামের জনৈক নাইজেরিষ়ার নাগরিককে আটক করেছে। তাকে সাব্রুম থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। তার কাছ থেকে প্রচুর আপত্তিজনক সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
সাব্রুম থানার পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে রাইমন্ড নিউমাই দামি নামের নাইজেরিয়ান যুবক বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য ত্রিপুরার সাব্রুম সীমান্ত দিয়ে এপাড়ে ঢুকছিল। সে সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাকে আটক করে তল্লাশি চালান। পুলিশ জানিয়েছে, ওই নাইজেরিয়ান যুবকের কাছ থেকে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল হ্যান্ডসেট, একটি হাতঘড়ি, নাইজেরিয়ান পাসপোর্ট, নগদ ১,২০০ নাইজেরিয়ান মুদ্রা, সন্দেহজনক কালো পাউডার, কিছু সাদা-কালো পেস্ট-সহ প্রচুর আপত্তিকর নথি উদ্ধার হয়েছে। থানার পুলিশ আধিকারিকটি জানিয়েছেন, বিএসএফ তাকে আটক তাঁদের হাতে তুলে দিয়েছে। তিনি জানান, তার কাগজপত্র পরীক্ষা করে প্রমাণিত হয়েছে, ভারতে প্রবেশের ভিসা তার কাছে ছিল না। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।