গোটা বিশ্বের কলাকুশলীরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মিলিত হবেন: জাভরেকর

< 1 - মিনিট |

গোয়ার গোল্ডেন শোরের সামনে ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্টেডিয়ামে বুধবার চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী

কে আর সি টাইমস ডেস্ক

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চলচ্চিত্র শিল্পীরা ভারতের ৫০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন বলে বুধবার জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর। 

 ভারতীয় চলচ্চিত্রের জন্য এই উৎসব যে গুরুত্বপূর্ণ মঞ্চ তা মনে করিয়ে দিয়ে প্রকাশ জাভরেকর জানিয়েছেন, ভারতীয় চলচ্চিত্র এবং চলচ্চিত্র বিপণনের ক্ষেত্র এটি গুরুত্বপূর্ণ মঞ্চ। চলচ্চিত্র শিল্পকে নরম শক্তি হিসেবে আখ্যা দিয়ে তিনি জানিয়েছেন, চলচ্চিত্র হচ্ছে ভারতের নরম শক্তি। গোটা বিশ্বে এর ব্যাপক চাহিদা রয়েছে। এদিন গোয়ার গোল্ডেন শোরের সামনে ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্টেডিয়ামে চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ করা যেতে পারে মোট ৭৬টি দেশের ২০০টি ছবি দেখানো হবে এই উৎসবে। ইণ্ডিয়ান প্যানোরমা বিভাগে দেখানো হবে ২৬টি পূর্ণ্ দৈর্ঘ্যে ছবি। প্রখ্যাত চিত্রগ্রাহক তথা অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আটর্সের প্রাক্তন সভাপতি জন বাইলি আইএফএফআই-এর জুরি প্রধান করা হয়েছে। ২৯ নভেম্বর হবে পুরস্কার প্রদান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *