ট্রাক ভর্তি ১৯ টি ভারতীয় উট হরিশ্চন্দ্রপুরের মারাডাঙি গ্রাম হয়ে বাংলাদেশ পাচারের উদ্যেশ্যে উট গুলো আনা হয়েছিল।
১৯ টি উট উদ্ধার করল মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার এক দল পুলিশ বাহিনী হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকার বিহার সংলগ্ন মারা ডাঙি গ্রাম থেকে ১৯টি উট উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ট্রাকচালক সহ মোট তিনজন পাচারকারী পলাতক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী রাজস্থান থেকে এক ট্রাক ভর্তি ১৯ টি ভারতীয় উট হরিশ্চন্দ্রপুরের মারাডাঙি গ্রাম হয়ে বাংলাদেশ পাচারের উদ্যেশ্যে উট গুলো আনা হয়েছিল। যার বাজার মূল্য রয়েছে ২০-২৫ লক্ষ টাকা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রাজস্থান থেকে উট এনে এলাকায় মাংস বিক্রি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ।তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধারিত উট কে আইন অনুযায়ী যথাযথ স্থানে পাঠিয়ে দেওয়া হবে ।