ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মহামায়াচরে চারটি গরু উদ্ধার, গ্রেফতার দুই পাচারকারী

< 1 - মিনিট |

কোনও অবস্থাতেই দমানো যাচ্ছে না বাংলাদেশে গবাদি পশু পাচারকারীদের

কে আর সি টাইমস ডেস্ক

 কোনও অবস্থাতেই দমানো যাচ্ছে না বাংলাদেশে গবাদি পশু পাচারকারীদের। সাম্প্রতিককালে দক্ষিণ শালমারা-মানকাচর জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে গরু ও মোষ পাচার করতে গিয়ে বমাল বেশ কয়েকজন ধরা পড়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাত প্রায় ১২টা নাগাদ জেলার মণিরচর-মোঠাখোয়া এলাকায় অভিযান চালিয়ে পাচারকারীদের কবল থেকে দশটি গরু উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে এই একই জেলার দক্ষিণ শালমারা থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মহামায়াচর থেকে বিএসএফ রবিবার রাতে চারটি গরু-সহ দুই পাচারকারীকে আটক করে খারুয়াবান্ধা থানায় সমঝে দিয়েছে।

জানা গেছে, মহামায়াচরে ৪১ নম্বর সীমান্ত সুরক্ষা বাহিনীর গতকাল রাত প্ৰায় ১-টা নাগাদ দুই গরু পাচারকারীকে আটক করেছে। তাদের কবল থেকে চারটি গরু উদ্ধার করেছে বিএসএফ। ধৃত দুই গরু পাচারকারীকে সুখচর থানা এলাকার বেড়াভাঙা গ্রামের আব্দুল কাসেমের ছেলে শমের আলি (১৮) এবং দক্ষিণ শালমারা থানা এলাকার মণিরচর বয়দেরআলগা গ্রামের আব্দুল জব্বার মিঞার ছেলে সিরাজুল ইসলাম (৩৬) বলে পরিচয় পাওয়া গেছে। 

আজ সকালের দিকে ধৃত দুই পাচারকারীকে গরু-সহ খারুয়াবান্ধা পুলিশ ফাঁড়িতে সমঝে দিয়েছে। পুলিশ তাদের হাটশিঙিমারি মহকুমা বিচারবিভাগীয় আদালতে পেশ করলে আদালত দুজনকে ধুবড়ি জেলা কারাগারে পাঠিয়েছে। এদিকে উদ্ধারকৃত গরুগুলি হাটশিঙিমারি খোয়াড়ে জমা রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news