তিন দশকের কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মিশ্র আসীন ছিলেন মিশ্র ।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পূর্বাঞ্চলীয় মহা- অধিকর্তার (ডিজি) দায়িত্ব নিলেন রবীন্দ্রনাথ মিশ্র। ১৯৮৭ এর ব্যাচের ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের অফিসার তিনি। এর আগে তিনি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে পশ্চিমাঞ্চলের ডিজি ছিলেন। তিন দশকের কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি আসীন ছিলেন। এগুলোর মধ্যে আছে কাঠমান্ডুতে প্রসার ভারতীর সংবাদদাতা, অল ইন্ডিয়া রেডিওর বার্তা বিভাগ, দূরদর্শনের বার্তা বিভাগ, দিল্লি, রায়পুর ও শ্রীনগরের পিআইবি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বপূর্ণ নানা পদ। কলকাতার প্রেস ইনফর্মেশন ব্যুরো (পিআইবি) ছাড়া আঞ্চলিক ‘আউটরিচ ব্যুরো‘-র দায়িত্বে থাকবেন তিনি। এর মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও আছে রাঁচি, পটনা ও ওডিশা।