ষষ্ঠবার ব্যালন ডি’অর জিতে তাঁকে ভোট দেওয়ায় সাংবাদিকদের ধন্যবাদ জানালেন লিওনেল মেসি

< 1 - মিনিট |

ফ্রান্সের রাজধানী প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কারটি তুলে দেন গতবারের বিজয়ী লুকা মদ্রিচ

কে আর সি টাইমস ডেস্ক

ষষ্ঠবার ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কারটি তুলে দেন গতবারের বিজয়ী লুকা মদ্রিচ। এই পুরস্কারের জন্য তাঁকে ভোট দেওয়া সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন বার্সেলোনা ও আর্জেন্তিনার তারকা লিওনেল মেসি।

ডি’অর-এ প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে দিলেন লিওনেল মেসি। ষষ্ঠবার বর্ষসেরা ফুটবলের মর্যাদাকর এই পুরস্কার জিতলেন বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকা লিও মেসি। তিনি পিছনে ফেলেন হারান ভার্জিল ফন ডাইক ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কারটি তুলে দেন গতবারের বিজয়ী লুকা মদ্রিচ।

এর আগে মেসি ও রোনালদো সমান পাঁচটি করে ব্যালন ডি’অর জিতেছিলেন। মেসি ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও সর্বশেষ ২০১৫ সালে ট্রফিটি হাতে তোলেন। আর চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডো ২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন। এবার তৃতীয় হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । যদিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি। ফ্রান্স ফুটবল সাময়িকী ব্যালন ডি’অরের জন্য এর আগে ৩০জনের তালিকা তৈরি করেছিল। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পান মেসি,ফন ডাইক ও রোনাল্ডো। বিশ্বের ১৮০জন ফুটবল সংবাদকর্মী বর্ষসেরা খেলোয়াড় বেছে নিতে ভোট দেন। পুরস্কার পাওয়ার পর তাঁদের ধন্যবাদ জানিয়েছেন বার্সেলোনা ও আর্জেন্তিনার তারকা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news