আরও শক্তিশালী হতে চলেছে কলকাতা পুলিশের কৃত্রিম চোখ

2 - মিনিট |

সমস্যা এড়াতেই রাস্তার ধারের সমস্ত সিসিটিভির মেগাপিক্সেল বাড়ানো হচ্ছে | মেগাপিক্সেল বাড়ানোয় সহজেই ট্র্যা্ক করা যাবে গাড়ির নম্বর

কে আর সি টাইমস ডেস্ক

রাত বাড়লেই চুরি ছিনতাই থেকে আরম্ভ করে গাড়ির স্পিড কোনওটাই বাঁধ মানেনা | প্রায়ই রাতের অন্ধকারে পথচারীকে ধাক্কা দিয়ে বেহুঁশ করে বেরিয়ে যায় চারচাকা। আবার কখনও তরুণীর নেকলেস ছিনতাই করে চম্পট দেয় বাইক আরোহী। তাঁদের হাতে নাতে ধরতে পুলিশের একমাত্র অস্ত্র রাস্তার ধারের ছোট্ট ২ মেগাপিক্সেলের সিসিটিভি। কিন্তু এত কম মেগাপিক্সেলের সিসিটিভি দেখে অপরাধীকে সনাক্ত করতে কালঘাম ছুটে যায়  পুলিশের। তাই এবার আরও শক্তিশালী হতে চলেছে কলকাতা পুলিশের কৃত্রিম চোখ |

বেশিরভাগ সময়েই রাতের দিকে মা উড়ালপুল-সহ শহরের একাধিক উড়ালপুলে গতির উর্ধ্বসীমা না মেনে গাড়ি চালানোর অভিযোগ এসেছে। সমীক্ষা অনুযায়ী প্রতিবছর এ রাজ্যে ৫ হাজার নিরীহ পথচারীর মৃত্যু হয় পথ দুর্ঘটনায়। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশের তেরোটি রাজ্যের মধ্যে পথ দুঘর্টনায় মৃত্যুতে কলকাতা অন্যতম। এই দুর্ঘটনার জন্য পঞ্চাশ শতাংশ ক্ষেত্রেই দায়ী পণ্য পরিবহণকারী ট্রাক, লরি। রাতের দিকে এই সমস্ত মালবাহী গাড়ি গতির ঊর্ধ্বসীমা না মেনে চলাচল করে।

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমস্ত গাড়িগুলিকে চিহ্নিত করতে এতদিন ভরসা ছিল শহরের সিসিটিভি। কিন্তু ২ মেগাপিক্সেল ক্যামেরায় গাড়ির স্পষ্ট ছবি ধরা অত্যন্ত দুস্কর। অনেক ক্ষেত্রেই তাই দ্রুত গতিতে ছুটে চলা গাড়ির নম্বর বুঝতে বেগ পেতে হত পুলিশকে।

কলকাতা পুলিশ সূত্রের খবর, এই সব সমস্যা এড়াতেই রাস্তার ধারের সমস্ত সিসিটিভির মেগাপিক্সেল বাড়ানো হচ্ছে। বর্তমানে শহরের রাস্তায় ১৩০০ সিসিটিভি রয়েছে। সম্প্রতি সার্ভার মেনটেন্যান্সের জন্য তা বন্ধ রাখা হয়েছিল। ফের তা লাগিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও পুরনো ক্যামেরার মেগাপিক্সেল বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। এবার ক্যামেরার মেগাপিক্সেল বাড়ানোয় সহজেই ট্র‌্যাক করা যাবে গাড়ির নম্বর। শহরের ২৫টি ট্র‌্যাফিক গার্ডেই ক্যামেরার আধুনিকীকরণ সম্পূর্ণ শহরের একাধিক রাস্তায় যানবাহনের ঊর্ধ্বগতির উপর নিয়ম জারি রয়েছে। স্কুলের আশপাশে, কিংবা দুর্ঘটনাপ্রবণ এলাকায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যেই গাড়ি চালানো দস্তুর। কিন্তু অনেকক্ষেত্রেই সে নিয়মকে বুড়ো আঙুল দেখান গাড়ির চালকরা । কলকাতা পুলিশের ট্র‌াফিক গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে মেগাপিক্সেল বেড়ে যাওয়ায় আগের থেকে অনেক সহজেই গাড়ির নম্বরপ্লেট চিহ্নিত করা যাবে । এতদিন যে সমস্ত গাড়ি ট্রাফিক আইন লঙ্ঘন করে চলে যেত। তাদের এসএমএস-এর মাধ্যমে চালান পাঠিয়ে দেওয়া হত । এবার সেই সমস্ত চালানের সঙ্গে প্রয়োজনীয় সিসিটিভি ফুটেজও পাঠিয়ে দেওয়া হবে |

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *