রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ
আজ থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম টি-২০ ম্যাচ দিয়ে এদিন শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচ। আর এই ম্যাচ দিয়েই প্রশাসক হিসেবে ভারতীয় ক্রিকেটে নয়া ইনিংস শুরু করতে চলেছেন দেশের অন্যতম সফল অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ঘরের মাঠে এটা তাঁর প্রথম ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স আগেই জানিয়েছেন, ভারত সফরে বিরাট কোহলির উইকেট অত্যন্ত মূল্যবান হতে চলেছে৷ কেননা ভারত অধিনায়ককে সহজে আউট করা সম্ভব নয়৷ দিন ঘুরতে না ঘুরতে নবনিযুক্ত ক্যারিবিয়ান অধিনায়ক কায়রন পোলার্ড ঠিক উলট পথে হাঁটলেন৷ কোচের সঙ্গে একমত হতে না পেরে পোলার্ড জানালেন, তাদের লড়াই বিশ্বের সেরা দলের বিরুদ্ধে৷ কোনও ব্যক্তিবিশেষর উপর নজর দিতে চান না তারা৷ পোলার্ড বলেন, ‘ভারতের পেসাররা অসাধারণ বল করছে৷ ভারত বিশ্বের সেরা দল৷ এটা আমাদের কাছে নিজেদের যাচাই করার একটা দারুণ সুযোগ৷ এক নম্বর দলের বিরুদ্ধে লড়াই করার সুযোগ সব সময় আসে না৷ যদিও এনিয়ে বেশি না ভেবে আমাদের নিজেদের দিকে নজর দেওয়াই উচিত৷ সিরিজে আমাদের লড়াই চালাতে হবে একটা দারুণ দলের বিরুদ্ধে৷ তাই কোনও একজন ক্রিকেটারকে নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই৷’ আগামী বছর টি-২০ বিশ্বকাপকে পাখির চোখ করে ভারত অধিনায়ক বিরাট কোহলি ইঙ্গিত দিয়েছেন, তাতে বিশ্বকাপের টিমে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামির সঙ্গে ভুবনেশ্বর কুমারের থাকা প্রায় নিশ্চিত। পেসারদের শুধু একটা স্লটই বাকি রয়েছে। এখন যাবতীয় লড়াই তার জন্যমই। বিশ্বকাপের আগে সেই একজন পেসারই এখন খুঁজতে চান ভারত অধিনায়ক কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-২০ স্কোয়াডে শামি-ভুবনেশ্বর দু’জনেই আছেন। এবং বিশ্বকাপে চতুর্থ পেসার স্লটের জন্য্ দীপক চাহারই সবচেয়ে এগিয়ে। বাংলাদেশের বিরুদ্ধে যে ফর্মে ছিলেন চাহার, তার পর তাঁকে উপেক্ষা করার আর কোনও জায়গা নেই। ‘‘চাহার তো আছেই। সঙ্গে আরও দু’তিন জন আছে যারা পড়ে থাকা ওই এক পেসারের স্লটের জন্যব লড়বে,’’ বলে দিয়েছেন কোহলি।