তীব্র তাপপ্রবাহ নিয়ে সোমবার ভারতীয় আবহাওয়া দফতর দিল্লিতে লাল সতর্কতা জারি করেছে ৷ আজও দিল্লির তাপমাত্রা রয়েছে ৪৬ ডিগ্রি
গরমে নতুন করে সতর্কবার্তা জারি দিল্লিতে ৷ তীব্র তাপপ্রবাহ নিয়ে সোমবার ভারতীয় আবহাওয়া দফতর দিল্লিতে লাল সতর্কতা জারি করেছে ৷ আজও দিল্লির তাপমাত্রা রয়েছে ৪৬ ডিগ্রি ৷ হাওয়া অফিস বলেছে, পরিষ্কার আকাশের জন্য তাপ বাড়ছে৷ আগামী দুই দিনে এই তাপপ্রবাহ থেকে নিস্তার নেই দিল্লির৷
গরমে কাহিল নয়াদিল্লির বাসিন্দাদের জন্য তাপমাত্রা নিয়ে খারাপ খবর শোনাচ্ছে আবহাওয়া দফতর৷ গরমে দিল্লিতে নতুন করে লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর ৷ সাধারণত তাপমাত্রা ৪৫ ডিগ্রির ওপরে হলে তাপপ্রবাহ শুরু হয়৷ দিল্লি সেই রেকর্ড ছাড়িয়েছে৷ রবিবার দিল্লির তাপমাত্রা ছিল ৪৬.২ ডিগ্রি সেলসিয়াস৷ সোমবার অবশ্য একটু নামে তাপমাত্রা৷ সারাদিনে ব্যারোমিটারের পারদ ছিল ৪৬ ডিগ্রিতে ৷ হাওয়া অফিস বলেছে, পরিষ্কার আকাশের জন্য তাপ বাড়ছে৷ আগামী দুই দিনে এই তাপপ্রবাহ থেকে নিস্তার নেই দিল্লির৷
এদিকে দক্ষিণ উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড় ও সৌরাষ্ট্রে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ৷ মহারাষ্ট্রের পাঁচটি শহর ও মধ্যপ্রদেশের ৩টি শহরের তাপমাত্রা বিশ্বের চরম দশটি উত্তপ্ত এলাকারর সঙ্গে পাল্লা দিচ্ছে ৷ এর মধ্যে রয়েছে আকোলা, চন্দ্রপুর, ব্রক্ষ্মপুরী, অমরাবতী, ওয়ার্ধা মত মহারাষ্ট্রের পাঁচটি শহর ৷ এছাড়াও উত্তরপ্রদেশের বান্দা ও মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদও এই তালিকায় চলে এসেছে ৷
তবে এরই মধ্যে ফের একবার ঘুর্ণিঝড়ের ভ্রূকুটি । ইতিমধ্যে এই বিষয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর । আবহাওয়াবিদদের পূর্বাভাস যেভাবে এটি শক্তি পাকাচ্ছে তাতে আগামী ২৪ ঘন্টা সাইক্লোনের রূপও নিতে পারে এই নিম্নচাপ। যদিও এই সাইক্লোনের অভিমুখ কোন দিকে হবে তা নিয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু বলতে পারছেন না জাতীয় আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা।
এবিষয়ে দিল্লির আবহাওয়া অফিসের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব আরব সাগর ও তত্সংলগ্ন লাক্ষাদ্বীপের উপর এই নিম্নচাপটি তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় আরও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি ধীরে ধীরে উত্তর-উত্তরপশ্চিমে সরে তার পরের ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে বলে পূর্বাভাস মৌসম ভবনের। তার আগে মহারাষ্ট্র, গুজরাত ও মধ্যপ্রদেশের বাসিন্দাদের রাস্তায় বেরোনো নিয়ে সতর্কতা জারি করা হয়েছে ৷