বেনজির ঘটনা রাঁচিতে, কোম্পানি কমান্ডারকে গুলি করে আত্মঘাতী জওয়ান

< 1 - মিনিট |

পারস্পরিক বিবাদের জেরে সোমবার সকালে কোম্পানি কমান্ডারকে গুলি করে মারার পর ওই জওয়ান নিজেও আত্মঘাতী হয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

নজিরবিহীন ঘটনা ঘটল ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি কমান্ডারকে গুলি করে আত্মঘাতী হলেন ছত্তিশগড়ের সশস্ত্র বাহিনীর একজন জওয়ান। পারস্পরিক বিবাদের জেরে সোমবার সকালে কোম্পানি কমান্ডারকে গুলি করে মারার পর ওই জওয়ান নিজেও আত্মঘাতী হয়েছে। ওই সময় পায়ে গুলির খোল লাগে নন্দকিশোর কুশওয়াহা নামে একজন জওয়ানের। সোমবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাঁচির খেলগাঁও স্টেডিয়াম চত্বরে। পুলিশ সূত্রের খবর, মৃত কোম্পানি কমান্ডারের নাম-ইন্সপেক্টর মেলা রাম খুরে এবং আত্মঘাতী জওয়ানের নাম-কনস্টেবল বিক্রম রাজওয়ারে। ওই দু’জনের ছত্তিশগড় সশস্ত্র বাহিনীর ৪ নম্বর ব্যাটেলিয়নের বি কোম্পানিতে পোস্টিং ছিল। অনীশ গুপ্তা, রাঁচির উচ্চপদস্থ পুলিশ কর্তা জানিয়েছেন, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট-পর্ব শেষে রাঁচির খেলগাঁও স্টেডিয়ামে এসেছিলেন জওয়ানরা। সোমবার রাঁচি থেকে হাজারিবাগ জেলার চৌপারণ যাওয়ার কথা ছিল তাঁদের। সকাল ৬.৩০ মিনিট নাগাদ রাঁচির খেলগাঁও স্টেডিয়াম চত্বরে আচমকাই গুলির শব্দ শোনা যায়। ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখা যায় কোম্পানি কমান্ডার মেলা রাম খুরের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে, নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন কনস্টেবল বিক্রম রাজওয়ারেও। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এছাড়াও নন্দকিশোর কুশওয়াহা নামে একজন জওয়ানের পায়ে চোট লেগেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারস্পরিক বিবাদের জেরেই মর্মান্তিক এই ঘটনা। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news