সাউথ এশিয়ান গেমসে ৩০০ পদক ভারতের

< 1 - মিনিট |

১৬৪ সোনা, ৯২ রুপো এবং ৪৪টি ব্রোঞ্জ মিলিয়ে এখন পর্যন্ত সাউথ এশিয়ান গেমসে ৩০০ পদক ভারতের ঝুলিতে।

কে আর সি টাইমস ডেস্ক

 নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে ৩০০ পদকে মাইলফলক স্পর্শ করল ভারত। একই সঙ্গে পদকপ্রাপ্ত দেশগুলির ক্রমতালিকায় শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে ভারত।  ১৬৪ সোনা, ৯২ রুপো এবং ৪৪টি ব্রোঞ্জ মিলিয়ে এখন পর্যন্ত সাউথ এশিয়ান গেমসে ৩০০ পদক ভারতের ঝুলিতে। ২০১৬ সালে এই গেমসে ৩০৯টি পদক পেয়েছিল ভারত বলে জানানো হয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে। এখন দেখার বিষয় নিজেদের তৈরি করা সেই রেকর্ড আদৌ ভাঙতে পারবে কি ভারত। পদ তালিকায় দুই নম্বর স্থানে রয়েছে নেপাল, তিন নম্বরে শ্রীলঙ্কা। ১২২টি পদক নিয়ে চার নম্বরে রয়েছে পাকিস্তান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news