নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সোমবার মুখ্যমন্ত্রীর বিক্ষোভ মিছিলের বিরোধিতায় মুখর হলেন জগদীপ ধনকর। বিষয়টিকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন তিনি।
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সোমবার মুখ্যমন্ত্রীর বিক্ষোভ মিছিলের বিরোধিতায় মুখর হলেন জগদীপ ধনকর। বিষয়টিকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন তিনি।
সোমবার সকালে নিজের ট্যুইটবার্তায় রাজ্যের সাংবিধানিক প্রধানের দাবি করেন যে মুখ্যমন্ত্রী ও রাজ্যের অন্যান্য মন্ত্রীরা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মিছিলের ডাক দেওয়া তিনি উদ্বিগ্ন। এটি এখন আইনে পরিণত হয়েছে, ফলে এর বিরুদ্ধে কোনও রকমের মিছিল অসাংবিধানিক। এই উস্কানিমূলক মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল। তা না হলে রাজ্যের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন তিনি।
উল্লেখ করা যেতে পারে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল মুর্শিদাবাদ, মালদহ, হাওড়া। এমনকি দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার একাংশে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। অবাদে রেলের সম্পত্তিতে অগ্নিকান্ড। রাজ্য সড়ক অবরোধ এবং বাসে ভাঙচুরের ঘটনায় পরিস্থিতি উত্তাল। ইতিমধ্যে পরিস্থতি স্বাভাবিক রাখার জন্য সচেষ্ট রাজ্য প্রশাসন।