তৃণমূলের বিক্ষোভ-সমাবেশে অচল শহরের একাংশ

< 1 - মিনিট |

দক্ষিণ কলকাতায় তৃণমূলের মিছিল।

কে আর সি টাইমস ডেস্ক

এনআরসি এবং নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তৃণমূলের মহামিছিলে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ একটু বাদেই যোগাযোগ ছিন্ন হয়ে পড়বে। এর মাশুল গুনতে হবে আমজনতাকে। 

যাদবপুর ৮ বি বাসস্ট্যান্ড থেকে ভবানীপুর যদুবাবুর বাজার পর্যন্ত আজ দেড়টায় মিছিল করবে তৃণমূল। নেতৃত্বে থাকবেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তর কলকাতায় মিছিল করেছিলেন তিনি। আজ দক্ষিণ কলকাতায় হবে তৃণমূলের মিছিল। ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। হাজির হয়েছেন তৃণমূল নেতৃত্ব থেকে কর্মী-সমর্থকরা। মিছিলে হাজির চিত্রপরিচালক গৌতম ঘোষ, দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়ার পাশাপাশি একাধিক বিশিষ্ট জনেরাও। যাদবপুর বাস টার্মিনাস থেকে যে ছ’টি বাস যাতায়ত করে, সেগুলো প্রায় বন্ধ। প্রায় একই অবস্থা যাদবপুর থেকে সংলগ্ন বিভিন্ন এলাকার অটো রুটগুলোর। 

যাদবপুর ৮ বি থেকে মিছিল শুরু হয়ে ঢাকুরিয়া, গোলপার্ক, গড়িয়াহাট, রাসবিহারি হয়ে ভবানীপুরের যদুবাবুর বাজারে শেষ হবে। ফলে এই বিস্তীণ অংশে যান চলাচল বিপর্যস্ত হবে। সোমবারই অবশ্য এনআরসি এবং নাগরিকত্ব আইনের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই আইন প্রত্যাহার না হলে ধারাবাহিক আন্দোলন চলবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news