দুর্গাপুরে উড়ালপুলের নীচে আটকে গেল পরিত্যক্ত বিমান, ব্যাপক যানজটে দুর্ভোগ

< 1 - মিনিট |

উড়ালপুলের নীচে আটকে পড়া বিমানটি ইন্ডিয়া পোস্টের কার্গো বিমান।

কে আর সি টাইমস ডেস্ক

সাত সকালে উড়ালপুলের নীচে বিমান আটকে বিপত্তি! মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে, ২ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত উড়ালপুলের নীচে আটকে পড়ে একটি পরিত্যক্ত বিমান। উড়ালপুলের নীচে আটকে পড়া বিমানটি ইন্ডিয়া পোস্টের কার্গো বিমান। একটি বিশেষ ট্রেলারে চাপিয়ে দমদম থেকে রাজস্থান নিয়ে যাওয়া হচ্ছিল পরিত্যক্ত বিমানটি। ট্রেলারের চালক জানিয়েছেন, ওই বিমানটি বার করার সময়ই সমস্যা তৈরি হয়েছিল। প্রথমে যশোর রোডে বাঁক নেওয়ার সময় বিমানটি আটকে গিয়েছিল।

তারপর দুর্গাপুর ডিএসপি মেনগেটে এলাকায় সার্ভিস লেনের উড়ালপুলের নীচে আটকে যায় বিমানটি। সাত সকালে উড়ালপুলের নীচে বিমান আটকে পড়ার খবর ছড়িয়ে পড়তেই জড়ো হতে থাকেন মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ততক্ষণে ২ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটও হয়। উড়ালপুলের উভয় দিকে দাঁড়িয়ে পরে প্রচুর গাড়ি। উড়ালপুলের নীচে আটকে পড়া বিমানটিকে বের করার জন্য বহু প্রচেষ্টা করা হয়। ট্রেলারের চাকার হাওয়া খুলে, কিছুটা নীচে নামিয়ে বিমানটিকে বের করার চেষ্টা করা হয়। তাতেও ব্যর্থতাই মেলে। শেষ পর্যন্ত ট্রেলারের চাকা খোলা হয়। তারপর ধীরে ধীরে বিমানটিকে উড়ালপুলের নীচ থেকে বের করে আনা হয়। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news