ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে বুধবার এমনই মন্তব্য করেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
ভারত থেকে কোনও নাগরিক বাংলাদেশে আসলে, তিনি যদি জন্মসূত্রে বাংলাদেশি হয়ে থাকেন তাহলে তাঁকে গ্রহণ করা হবে। অথবা ফেরত পাঠানো হবে। ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে বুধবার এমনই মন্তব্য করেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে ‘নগর এক্সপ্রেস’ বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সেখানে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত থেকে কোনও নাগরিক বাংলাদেশে আসলে, তিনি যদি জন্মসূত্রে বাংলাদেশি হয়ে থাকেন তাহলে তাঁকে গ্রহণ করা হবে। অথবা ফেরত পাঠানো হবে। এই ধরনের উত্তর দিয়ে বাংলাদেশ সরকার আসলে কী পদক্ষেপ নেবে, তা স্পষ্ট করে জানালেন না বাংলাদেশের বিদেশমন্ত্রী।