দুই দশকে প্রথমবার টোকিও অনুষ্ঠিত অলিম্পিকে ইকুয়েস্ট্রিয়ান বিভাগে প্রতিনিধিত্ব করবে ভারত
নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.) : দুই দশকে প্রথমবার টোকিও অনুষ্ঠিত অলিম্পিকে ইকুয়েস্ট্রিয়ান বিভাগে প্রতিনিধিত্ব করবে ভারত।
ফুয়াদ মির্জার হাত ধরে এই বিভাগে খরা কাটাতে চলেছে ভারত। বছর ৩৬-এর এই ক্রীড়াবিদের হাত ধরে আশা বুক বাঁধছে দেশবাসী। আন্তর্জাতিক ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশনের নয়া র্যাংকিং অনুযায়ী টোকিও’র টিকিট নিশ্চিত করলেন বছর সাতাশের ফৌয়াদ৷ ১ জানুয়ারি ২০১৯ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ সময়কালে পারফরম্যান্সের নিরিখে টোকিও যাত্রা নিশ্চিত করলেন এই ভারতীয় ইকুয়েস্ট্রিয়ান ৷ উল্লেখ্য, ২০১৮ জাকার্তা এশিয়াডে দলগত ইভেন্টে রুপো জয়ের পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টেও রুপো জিতে নিয়েছিলেন ফৌয়াদ৷ ১৯৮২ পর এশিয়াড ইকুয়েস্ট্রিয়ানের ব্যক্তিগত ইভেন্টে প্রথম পদক এসেছিল তাঁর হাত ধরেই৷ অলিম্পিকে যোগ্যতা অর্জনের পর স্বভাবতই খুশি ফৌয়াদ৷