বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত, উপাচার্য-সহ বেশ কয়েকজনকে ঘেরাও করে রাখার ব্যাপারে দুশ্চিন্তা প্রকাশ করে ট্যুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকর
কলকাতা, ৮ জানুয়ারি (হি. স.) : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত, উপাচার্য-সহ বেশ কয়েকজনকে ঘেরাও করে রাখার ব্যাপারে দুশ্চিন্তা প্রকাশ করে ট্যুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এই সঙ্গে রাজ্যপাল পুলিশের ডিজি বীরেন্দ্রকে হস্তক্ষেপ করে সাংসদ ও উপাচার্যকে ঘেরাওমুক্ত করতে উদ্যোগী হওয়ার নির্দেশও দিয়েছেন। বুধবার বিশ্বভারতীকান্ডের সমালোচনা করে রাজ্যপাল লিখেছেন,দীর্ঘ সময় ধরে এভাবে আটকে রাখার ব্যাপারটা ভয়ানক। এ রকম নৈরাজ্য এবং আইনশৃঙ্খলার ব্যর্থতা রীতিমত দুশ্চিন্তার। দ্রুত ওঁদের মুক্ত করতে আমি ডিজি-কে বলেছি। অপর একটি ট্যুইটে তিনি লিখেছেন, এই ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির একটা বড় নিদর্শন। এটা খুব দুশ্চিন্তার যে প্রশাসন (গভর্নেন্স) এখন পিছনের সারিতে চলে গিয়েছে। এটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করার সময় হয়েছে। এর আগে স্বপনবাবু ট্যুইট করে জানিয়েছেন, প্রতিষ্ঠানের কর্মী ও কর্তৃপক্ষের ডাকা নাগরিক আইনের ওপর একটি আলোচনাসভায় এসেছেন শান্তিনিকেতনে। প্রায় ৭০ জন লোক আমাদের বন্ধ করে রেখেছে। বাইরে অভিযুক্তরা চিৎকার করছে। রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় এই ঘটনার কড়া সমালোচনা করে বিবৃতি দিয়েছেন।