দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের জেরে প্রায় ৩০ মিনিট ওই রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।
ঢাকা থেকে সিলেট যাওয়ার সময়, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের কাছে পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের কাছে আউটার লাইনে পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। তবে, যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। পরে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের জেরে প্রায় ৩০ মিনিট ওই রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।
বাংলাদেশ রেলের পূর্বাঞ্চলের প্রধান কমার্শিয়াল অফিসার নাজমুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার সকাল ৭.১৫ মিনিট নাগাদ ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পারাবত এক্সপ্রেস ট্রেন। সকাল ৮.১৫ মিনিট নাগাদ ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের কাছে আউটার লাইনে পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারে আচমকাই আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, কালো ধোঁয়া সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।