বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস, জরুরি অবস্থা ঘোষণা হু-র

< 1 - মিনিট |

চিনের গণ্ডি ছাড়িয়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের আরও ২০টি দেশে| পরিস্থিতি বিচার করে নোভেল করোনাভাইরাস নিয়ে গোটা বিশ্বকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)

কে আর সি টাইমস ডেস্ক

চিনের বাইরে বিশ্বের বহু দেশেই ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস| চিনের গণ্ডি ছাড়িয়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের আরও ২০টি দেশে| পরিস্থিতি বিচার করে নোভেল করোনাভাইরাস নিয়ে গোটা বিশ্বকে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জরুরি অবস্থা ঘোষণা করেছে| সাবধানতার প্রয়োজন উল্লেখ করেও, আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন হু-এর ডিরেক্টর জেনারেল তেদ্রোস আধানম ঘেব্রেয়েসাস|

হু-এর ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, ‘জরুরি অবস্থা ঘোষণার কারণ হল, চিনে যা ঘটে চলেছে সে জন্য নয়, বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে| উদ্বেগের কারণ হল এই ভাইরাস বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে|’ চলতি সপ্তাহেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন হু-এর ডিরেক্টর জেনারেল তেদ্রোস আধানম ঘেব্রেয়েসাস| হু-এর আশা, এই ভাইরাস রুখতে সক্ষম চিন|

প্রসঙ্গত, চিনে করোনাভাইরাস সংক্রমণে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা| বৃহস্পতিবার পর্যন্ত চিনে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা ছিল ১৭০, শুক্রবার সেই সংখ্যা ২১৩-তে পৌঁছেছে| করোনাভাইরাসের উত্পত্তিস্থল, চিনের হুবেই প্রদেশেই শুধুমাত্র ২০৪ জনের মৃত্যু হয়েছে| সমগ্র চিনে আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news