এলআইসির ‘বেসরকারিকরণের’ ঘোষণা নিয়ে প্রবল বিতর্কের মাঝে বিজেপি-র তরফে আশ্বাস দেওয়া হল| তাদের দাবি, কোনও ‘বেসরকারিকরণ’ হচ্ছে না| যেটা হচ্ছে, ভবিষ্যতে অবশ্যই তাতে সুফল মিলবে
জীবন বিমা নিগমের (এলআইসি) ‘বেসরকারীকরণের’ ঘোষণা নিয়ে প্রবল বিতর্কের মাঝে বিজেপি-র তরফে আশ্বাস দেওয়া হল| তাদের দাবি, কোনও ‘বেসরকারীকরণ’ হচ্ছে না| যেটা হচ্ছে, ভবিষ্যতে অবশ্যই তাতে সুফল মিলবে|
তৃণমূল, কংগ্রেস, সিপিএম- সব দলের নেতাই এলআইসি বেচে দেওয়ার অভিযোগ করেছেন| এর প্রেক্ষিতে বিজেপি-র অর্থনৈতিক সেলের আহ্বায়ক ধনপত আগরওয়াল আজ সাংবাদিকদের বলেন, “এলআইসি সরকারের আছে| থাকবেও| এখন ১০০ শতাংশ মালিকানা কেন্দ্রীয় সরকারের| যেটা হচ্ছে সেটা ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও)| ৫-১০ শতাংশ মালিকানা বেসরকারী হাতে যাবে| এটাও কারো ইচ্ছেয় রাতারাতি হবে না| সিকিউরিটি এক্সচেঞ্জ ব্যুরো অফ ইন্ডিয়ার (সেবি) নির্দিষ্ট নিয়মের মাধ্যমে, শেয়ার মার্কেটে নাম তালিকাভুক্ত করে হবে এটা|”
এলআইসি–র বিলগ্নিকরণের কথা ইউপিএ আমলেও হয়েছে, প্রথম এনডিএ সরকারের আমলেও হয়েছে|এ কথা জানিয়ে ধনপতজী বলেন, “দেখা গিয়েছে সরকারী সংস্থার বিলগ্নিকরণের পর সেটির হল আরও ভাল হয়েছে| এটা একটা বাস্তব সত্যি| দেশের উত্পাদনশীলতা বাড়াতে হবে|”