ভারতের নিষেধ সত্ত্বেও, জম্মু ও কাশ্মীর নিয়ে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসাপ তায়িপ এরদোগান
ভারতের নিষেধ সত্ত্বেও, জম্মু ও কাশ্মীর নিয়ে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসাপ তায়িপ এরদোগান| কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট| এ জন্য তুরস্কের প্রেসিডেন্টকে রীতিমতো সতর্ক করে দিল ভারত| ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কাশ্মীর ভারতের আভ্যন্তরীণ বিষয়| ভারতের আভ্যন্তরীণ বিষয়ে কোনওরকম নাক গলানো মেনে নেবে না ভারত|
পাকিস্তান সফরে গিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসাপ তায়িপ এরদোগান| শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পাশে নিয়ে এরদোগান বলেছেন, ‘আমাদের কাশ্মীরি ভাই-বোনেরা দশকের পর দশক ধরে কষ্ট সহ্য করে যাচ্ছেন| সাম্প্রতিক সময়ে কিছু সিদ্ধান্ত তাঁদের কষ্ট আরও বেশি বাড়িয়ে দিয়েছে| পাকিস্তান বরাবর কাশ্মীরের মানুষের পাশে থেকেছে| কাশ্মীরিদের নিয়ে পাকিস্তান যথেষ্ট চিন্তিত, ততটাই আমরাও| তুরস্ক বরাবর শান্তি চেয়ে এসেছে|’
এরগোনের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ভারত| ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান ও তুরস্কের তরফে যৌথভাবে কাশ্মীরকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তার কোনও যৌক্তিকতা নেই| কাশ্মীর বরাবরই ভারতের অংশ| বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তুরস্কের প্রেসিডেন্টকে বলা হয়েছে জম্মু ও কাশ্মীর ভারতের আভ্যন্তরীণ বিষয়| তাই এবিষয়ে তুরস্ক যেন হস্তক্ষেপ না করে| পাশাপাশি প্রকৃত সত্য বোঝার জন্যও বলা হয়েছে তুরস্কের প্রেসিডেন্টকে| কীভাবে ভারতে সন্ত্রাস চালানোর চেষ্টা করে পাকিস্তান| তারপরেই কোনও মন্তব্য করা উচিত তুরস্কের প্রেসিডেন্টের|