মৃত্যু আরও ১১৪ জনের, চিনে করোনা-সংক্রমণে প্রাণ হারালেন ২,১১৮ জন

< 1 - মিনিট |

মূল চিনা ভূখণ্ডের বাইরেও একাধিক দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই।

কে আর সি টাইমস ডেস্ক

চিন বলছে, করোনা ভাইরাসেসংক্রমণ কমছে। কিন্তু, আদৌ কী তাই? সত্যিই যদি সংক্রমণ কমে তাহলে প্রতিদিনই কেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত মানুষের সংখ্যা। একইসঙ্গে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যাও। বুধবার রাত পর্যন্ত চিনে করোনা-হানায় প্রাণ হারালেন আরও ১১৪ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৪ জন (যা এখনও পর্যন্ত সবথেকে কম)। আরও ১১৪ জনের মৃত্যুর পর চিনে করোনা-হানায় মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ২,১১৮-এ।
বৃহস্পতিবার সকালে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, করোনাভাইরাসের হানায় বুধবার রাত পর্যন্ত মৃত্যু হয়েছে আরও ১১৪ জনের। ১১৪ জনের মধ্যে ১০৮ জনেরই মৃত্যু হয়েছে হুবেই প্রদেশে। সবমিলিয়ে এখনও পর্যন্ত চিনে মৃতের সংখ্যা ২,১১৮। মূল চিনা ভূখণ্ডের বাইরেও একাধিক দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। যা উদ্বেগের বিষয়!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news