শিবরাত্রির শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

< 1 - মিনিট |

মহা শিবরাত্রি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কে আর সি টাইমস ডেস্ক

মহা শিবরাত্রি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার সকালে নিজের ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, মহা শিবরাত্রি উপলক্ষ্যে সকলকে জানাই শুভেচ্ছা। বাবা ভোলেনাথে আর্শীবাদে সকল দেশবাসীর জীবন সুখ, সমৃদ্ধি, শান্তি এবং সৌভাগ্যে পূর্ণ হয়ে উঠুক। এদিন নিজের ট্যুইট বার্তায় পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘সকলকে জানাই মহা শিবরাত্রির শুভেচ্ছা।’
উল্লেখ করা যেতে পারে মহা শিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে হিন্দুদের নিকট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। এই মহা শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মহা শিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news