চিনে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা পৌঁছল ২,৭৮৮
মৃত্যু-মিছিল কমছে, তবে এখনই স্বস্তি পাচ্ছে না চিন। কারণ বিগত ২৪ ঘন্টায় চিনে করোনাভাইরাস (কোভিড-৯) সংক্রমণে প্রাণ হারালেন আরও ৪৪ জন। ৪৪ জনের মৃত্যুর পর শুক্রবার সকাল পর্যন্ত চিনে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা পৌঁছল ২,৭৮৮-এ। মারণ এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২৭ জন।
শুক্রবার সকাল পর্যন্ত সমগ্র চিনে এই মারণ-ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮,৮২৪ জন। শুক্রবার সকালে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, করোনাভাইরাসের-হানায় শুক্রবার সকাল পর্যন্ত আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র হুবেই প্রদেশেই ৪১ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত চিনে মৃতের সংখ্যা ২,৭৮৮। নতুন করে সংক্রমিত হয়েছেন ৩২৭ জন। হুবেই-সহ চিনের অন্যান্য প্রদেশে আক্রান্তের সংখ্যা ৭৮,৮২৪।